দীপিকাকে বিয়ে করতে দিনরাত এক করেছিলেন রণবীর

কখনো আলাউদ্দিন খিলজির মতো হিংস্র, আবার কখনো রকি রণধাওয়ার মতো সদা-উত্তেজিত— রুপালি পর্দায় এমন রূপেই দেখা যায়। তবে বাস্তবেও ‘রকি আউর রানি কি প্রেম কাহানি সিনেমার রকি রণধাওয়ার মতোই প্রাণোচ্ছল বলিউড অভিনেতা রণবীর সিং। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছিলেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নায়িকা বলেন, এমন একজন মানুষকে বিয়ে করে সংসার করার অভিজ্ঞতাও শেয়ার করে নিয়েছিলেন তিনি।

অন্যদিকে দীপিকা পাড়ুকোনকে বিয়ে করার আগে নাকি কর্মক্ষেত্রে হিমশিম খেয়েছিলেন রণবীর সিং। সিনেমার সেটে সবার কাছে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছিল তাকে। ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে জানান সহ-অভিনেতা বিজয় পাটেকর।

‘সিম্বা’ সিনেমায় রণবীর সিংয়ের সহ-অভিনেতা ছিলেন বিজয় পাটেকর। তিনিই এ বিষয়টি প্রকাশ্যে এনেছেন। সেই সময়ে ‘সিম্বা’ সিনেমার শুটিং চলছে। দিনে টানা ২০ ঘণ্টা করে শুটিং। কিন্তু তাও কখনো ধৈর্য হারাতেন না রণবীর। বরং নিজের কাজ নিয়ে সবসময়ে সতর্ক থাকতেন তিনি। প্রয়োজনে অতিরিক্ত কাজ করতেও রাজি ছিলেন অভিনেতা। আর কথায় কথায় রণবীর বলতেন—আমার বিয়ে হচ্ছে। এটুকু তো আমাকে করতেই হবে।

বিজয় বলেন, সিনেমার সেটে বড়দের খুব শ্রদ্ধা করেন রণবীর সিং। বড়রা ওর সঙ্গে কথা বললে তিনি মন দিয়ে তা শোনেন। তিনি বলেন, ‘আমি বড় তারকা’—এ ধরনের ভাব কখনো ছিল না রণবীর সিংয়ের মধ্যে। শ্রোতা হিসেবে খুব ভালো রণবীর। সে জন্যই তিনি কাজটা এত ভালো করেন।

বিজয় আরও বলেন, সিম্বা’ সিনেমার শুটিং চলাকালীন আমি রণবীরকে বলতাম— তোমার চোখটা দেখ। চোখের তলায় কালি পড়ে যাচ্ছে। এসব শুনে রণবীর বলেন—কী আর করা যাবে, বিয়ে করছি। এখন তাই এসব করতেই হবে। বিয়ে করতে যাচ্ছেন বলে কাজে কোনো খামতি রাখেননি রণবীর বলে জানান তিনি।

বিজয় বলেন, টানা ২০ ঘণ্টা শুটিং করতেন রণবীর। টানা সাত দিন মাত্র ২-৩ ঘণ্টা ঘুমিয়েছিলেন। কাজ থেকে কিছুক্ষণ বিরতি নিতে বলা হলেই বারবার বলতেন— বিয়েটা আমার, তাই বিয়ের আগে আমার কাজ আমাকেই শেষ করে যেতে হবে। সময় নিয়েও খুব সতর্ক থাকতেন রণবীর। একদিন মাত্র ২ মিনিট দেরিতে পৌঁছানোর জন্য সবার কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে: টিআইবি May 18, 2025
img
খোলা বাজারে বাড়ল ডলারের দাম May 18, 2025
img
ব্রিজে ১৩ বগি রেখে চলে যাওয়া ট্রেন উদ্ধার May 18, 2025
img
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় বরখাস্ত প্রাথমিক শিক্ষক May 18, 2025
img
ধার করে গ্রাহকের টাকা পরিশোধ অনাকাঙ্ক্ষিত: অর্থ উপদেষ্টা May 18, 2025
img
ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডের নতুন নাম জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ May 18, 2025
img
ঢাকার রাজপথে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, আর দাফন হয়েছে দিল্লিতে: সালাহউদ্দিন আহমেদ May 18, 2025
img
আরব আমিরাতের বিপক্ষে ২৭ রানের জয় বাংলাদেশের May 18, 2025
img
করিডর বা বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: তারেক রহমান May 18, 2025
img
যুদ্ধবিরতি না হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে ঝুঁকতো ভারত-পাকিস্তান: ট্রাম্প May 18, 2025