মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে গিয়ে এক ব্যবসায়িক সম্মেলনে অংশ নেন। সেখানে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনক) প্রধান নির্বাহী সুলতান আল জাবের তাকে উপহার হিসেবে একটি বিশেষ ক্যাপসুলে দেওয়া হয় এক ফোঁটা তেল, যা ‘মুরবান’ নামে পরিচিত। এটি বিশ্বে অন্যতম সেরা মানের অপরিশোধিত তেল হিসেবে বিবেচিত হয়।
তেলটি হাতে পেয়ে ট্রাম্প কৌতুক করে বলেন, "এটা পৃথিবীর সেরা তেল, কিন্তু আমাকে শুধু এক ফোঁটা দেওয়া হলো! আমি খুব খুশি নই।" তার রসিকতায় পুরো অনুষ্ঠানজুড়ে হাসির রোল পড়ে যায়।
মুরবান তেল প্রথম আবিষ্কৃত হয় ১৯৫৮ সালে এবং এটি কম কার্বন নিঃসরণকারী হিসেবে পরিচিত। এর গ্র্যাভিটি ৪০ এবং এতে সালফারের মাত্রাও খুবই কম, যা এটিকে পরিবেশবান্ধব জ্বালানির তালিকায় রাখে।
এই সফরের সময়ই ইউএই ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৃহৎ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে জ্বালানি খাতে দুই দেশ যৌথভাবে ৪৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এতে অংশ নিচ্ছে এক্সনমোবিল, অক্সিডেন্টাল এবং ইওজি রিসোর্সেসের মতো বিশাল মার্কিন কোম্পানিগুলো।
এছাড়া, চলতি বছরের মার্চে ইউএই ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্রে আগামী ১০ বছরে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই অর্থ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, জ্বালানি এবং উৎপাদন খাতে ব্যয় করা হবে।
টিকে/এসএন