আগের চেয়ে এখন কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন তানজিন তিশা। মানসম্মত না হলে সেসব কাজে এখন আর নিজেকে যুক্ত রাখেননা বলেই জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।
গতকাল শুক্রবার অভিনেত্রী অংশ নিয়েছিলেন বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিশা।
পুরস্কার গ্রহণ করার পর নিজের অনুভূতি ও কাজ নিয়ে কথা বলতে গিয়ে এমনটা বলেন তিনি।
এসময় তানজিন তিশা বলেন, ‘আমরা অভিনয়শিল্পীরা বছরে অনেক কাজ করি। এর মধ্যে ভালো কাজের জন্য স্বীকৃতি পাওয়া একজন শিল্পীর জন্য অবশ্যই বড় বিষয়। আমার অনেক কাজ আছে, যার মধ্যে ‘ঘুমপরী’ অনেকটাই ব্যতিক্রম।
এই কাজটার জন্য আমি অনেক প্রশংসা পেয়েছি। বলা চলে, ‘ঘুমপরী’ থেকে আমি এখনো বেরিয়ে আসতে পারিনি।’
কাজ কম করা প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘বেশি কাজ করার চেয়ে মানসম্মত অল্প কাজ করতে চাই। সেই পথ ধরেই চলছি এবং চলবো।
এছাড়া ঈদের জন্য আগে থেকে পরিকল্পনা করে কাজ করি। যেটা গত ঈদে হয়নি। আগামী ঈদের জন্য বেশ কয়েকটি কাজ করেছি। মানের দিক দিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে বলেই সে কাজগুলোতে যুক্ত হয়েছি। আশা করি দর্শক ঈদে ভালো কিছু পাবেন।’
এফপি/এ্সএন