বিয়ের আগে একজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিয়ের পর স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে পারছিলেন না নববধূ। তাই বিয়ের মাত্র সাত দিনের মাথায় স্বামীকে ঘুমন্ত অবস্থায় বালিশচাপা দিয়ে হত্যা করেছেন তিনি।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় স্ত্রী জান্নাত আক্তারকে (২৩) আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বিকেল পৌনে ৬টা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
নিহতের নাম মো. হাসান মিয়া (২৮)। তিনি কুমিল্লার বাসিন্দা ছিলেন। তিনি আখাউড়ায় একটি ভাড়া বাসায় স্ত্রীসহ বসবাস করতেন। আটক স্ত্রী জান্নাত আখাউড়ার শান্তিনগর এলাকার বাসিন্দা।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, গত ৯ মে হাসান ও জান্নাতের বিয়ে হয়। বিয়ের আগে জান্নাতের আরেকজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা তিনি মেনে নিতে পারছিলেন না।
ওসি আরও বলেন, শুক্রবার রাতেও এ নিয়ে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে জান্নাত স্বামীকে ঘুমের ওষুধ মেশানো কিছু খাওয়ান। পরে হাসান ঘুমিয়ে পড়লে বালিশচাপা দিয়ে তাকে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন জান্নাত।