লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালীর হাঁড়ি খাওয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সকালে অটোরিকশার চার্জার বন্ধ করতে গিয়ে দেখেন গরু বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে আছে। পরে গরুটিকে বাঁচাতে গিয়ে জামাল হোসেন বিদ্যুতের তারের সঙ্গে আটকে যান। পরে মা কমলা বেগম ছেলেকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এসএম/এসএন