বগুড়ার ধুনটে গাছের গুড়ির নিচে চাপা পড়ে আব্দুর রহিম (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুর রহিম উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউডনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিলচাপড়ী গ্রামে একটি বাগান থেকে গাছের গুড়ি পরিবহনের জন্য অটোভ্যানে তুলছিলেন আব্দুর রহিম ও তার সহকর্মীরা।
এ সময় আব্দুর রহিম কাটা গাছের গুড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, আইনী প্রক্রিয়া শেষে আব্দুর রহিমের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআর/টিএ