‘একেন’ চরিত্রটি দিয়েই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন ওপার বাংলার অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। মূলত এই ফ্র্যাঞ্চাইজির ছবি-সিরিজগুলোতে এই একটি পরিচিত মুখকেই মানিয়ে নিয়েছে দর্শকেরা। অভিনেতার কাছে চরিত্রটি খুব বিশেষ। কিন্তু অভিনেতা জানালেন, একটা সময় তাকে এই চরিত্রে আর দেখা যাবে না!
অভিনেতা সব্যসাচীকে যেমন ‘ফেলুদা’ নামে চিনেছেন দর্শক, তেমনি অভিনেতা অনির্বাণের নামটা ঢেকে গেছে ‘একেন’ এর আড়ালে। সদ্যই ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গোয়েন্দা ধর্মী গল্প একেন ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘একেন বেনারসে বিভীষিকা’। বাকিগুলোর মতো সিনেমাটিও সাড়া ফেলেছে বেশ। তবে ছবিটি মুক্তির আগে ভারতীয় গণমাধ্যমে কথা বলেন অনির্বাণ।
প্রতিবারই একেনবাবুর চরিত্রকে নতুন করে দর্শকদের সামনে নিয়ে আসাটা নিশ্চয়ই অভিনেতার কাছে চ্যালেঞ্জিং। তবে অভিনেতার কথায়, ‘একেনবাবুর বেশ কিছু অভ্যাস আছে যা দর্শকেরা চিনে ফেলেছেন। সেই গন্ডির মধ্যে থেকেই দর্শকদের কাছে নতুন করে চরিত্রটাকে নিয়ে আসতে হয়। তবে যেটার ব্যাপারে আমি সতর্ক থাকি, সেটা হল চরিত্রটা যাতে প্রাণবন্ত থাকে। কখনও যেন মনে না হয়, অভিনেতা এই চরিত্রটা ঘাড়ে নিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে। আমি যদি অভিনয়টা উপভোগ না করি, সেটা কিন্তু ধরা পড়ে যাবে। বাস্তবেও একেনবাবু আমার একটা কাছের চরিত্র।’
.
নতুন টিমের সঙ্গে কাজ করার কেমন অভিজ্ঞতা হলো- সে প্রসঙ্গে অভিনেতার ভাষ্য, ‘প্রত্যেকেই ভীষণ ভালো কাজ করেছেন। শাশ্বত চ্যাটার্জি, ইশা, গৌরব, ঋষভ, বিশ্বনাথ, স্বীকৃতি.. আরও অনেক নতুন চরিত্র এসেছে। এবার কাজ করে ভীষণ ভালো লাগল।’
একেনের চরিত্রে অভিনয়, এত ভালোবাসা, কখনও কি ক্লান্তিবোধ এসেছে অনির্বাণের- এমন প্রশ্নের জবাবে সেই সাক্ষাৎকারে অভিনেতার স্পষ্ট উত্তর, ‘এখনও পর্যন্ত না। যদি ক্লান্ত হয়ে পড়ি, তাহলে আর একেনবাবুর চরিত্রে অভিনয় করব না। এখনও অবধি চরিত্রটাকে ভীষণ উপভোগ করি।
মনে হয় এখনও আবিষ্কারের জায়গা রয়েছে। এমন মনে হয়নি যে কিছুই আর জানার নেই এই চরিত্রটার। আমি এখনও একেনবাবুর চরিত্রে অভিনয় করাটা উপভোগ করি। সেটা বন্ধ হয়ে গেলে খুব মুশকিল হবে। দর্শকদের এত ভালবাসা পেয়েছি, সেটা নিজের হাতে নষ্ট করে দিতে চাই না।’
এমআর/টিএ