নোয়াখালীর বেগমগঞ্জে ৯১৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৫৯ হাজার টাকা ও মোবাইল ফোনসহ দ্বীন ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে কমমূল্যে ইয়াবা ক্রয় করে বেশি মূল্যে নোয়াখালীতে পাইকারি-খুচরা বিক্রি করতেন বলে জানায় র্যাব।
রোববার (১৮ মে) সকালে দ্বীন ইসলামকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শনিবার (১৭ মে) রাতে বেগমগঞ্জের কেন্দুরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত দ্বীন ইসলাম বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম কামদেবপুর গ্রামের আছমত উল্যাহর ছেলে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ মে) রাতে টহলপার্টি কেন্দুরবাগ এলাকার শরীফ উল্লাহর মাংসের দোকানের পশ্চিম আসামি দ্বীন ইসলামকে পেয়ে তল্লাশি করা হয়। এসময় তার কাছে ইয়াবা আছে বলে তিনি স্বীকার করেন। তারপর তার কাছ থেকে ৯১৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৫৯ হাজার ৯৪০ টাকা ও একটি স্মার্ট ফোন জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলাম পেশাদার মাদক কারবারি এবং দেশের বিভিন্নস্থান থেকে কমমূল্যে ইয়াবা ক্রয় করে বেশি মূল্যে নোয়াখালীতে পাইকারি-খুচরা বিক্রি করতেন বলে স্বীকার করে।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু গণ্মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি দ্বীন ইসলাম দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
এফপি/এসএন