গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদ সদস্য আবু হানিফ বলেছেন, বিপ্লবের ইজারাদাররাই বিপ্লবকে জয় বাংলা করেছে। তিনি আওয়ামী লীগের আর্থিক চ্যানেল নিজেরা ব্যবহার করে নিজেদের স্বার্থে নিয়োজিত থাকার অভিযোগ করেন এবং জনগণকে বোকা ভাবার ভুল থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আবু হানিফ বলেন, ‘গণঅভ্যুত্থানের ৯ মাস পেরিয়ে গেলেও শুধু দেশ থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে, কোনো প্রকৃত পরিবর্তন হয়নি। বরং আগে একজন হাসিনা ছিল, এখন অনেক ছোট ছোট হাসিনা হয়ে গেছে। বাঙালি সময় বুঝে জুতা এবং ফুলের মালা একসঙ্গে ব্যবহার করতে পারে। তাই আপনাদের ছোট ছোট হাসিনা হয়ে উঠতে হবে না, নাহলে পরিণতি ভয়াবহ হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আওয়ামী লীগের আর্থিক চ্যানেল ব্যবহার করে নিজেদের আখের গুছাচ্ছে। জনগণকে বোকা ভাববেন না, সময়মতো তারা জবাব দেবে। যারা পশ্চিমাদের ফান্ডে এনজিও চালিয়েছেন, তাদের মধ্যে কেউ মেম্বার হওয়ার যোগ্যতা রাখে কিনা সন্দেহ। এখন উপদেষ্টা হয়ে যদি কেউ মনে করেন অনেক কিছু হয়ে গেছেন এবং পশ্চিমাদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করবেন, তাহলে তা ভুল হবে। আমরা ৭১ সালের রক্ত দিয়ে পাকিস্তান থেকে মুক্তি পেয়েছি, ২৪ সালে শুধু আওয়ামী লীগ থেকে নয়, ভারত থেকেও মুক্তি পেয়েছি পশ্চিমাদের দাসত্ব থেকে।’
তিনি উল্লেখ করেন, বাংলাদেশে একমাত্র বাংলাদেশপন্থীদের জায়গা থাকবে, অন্য কোনো পন্থার স্থান হবে না।
আবু হানিফ এক মন্তব্যের জবাবে বলেন, ‘স্বৈরাচারী সরকারের দোসরদের সচিব বানানোর জন্য ডিও দেওয়া হয়, আর বড় বড় কথা বলা হয়।’
তিনি মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের নাজমুল হুদার চাকরি থেকে বরখাস্তের প্রসঙ্গ টেনে বলেন, ‘এটা দেখে মনে হয় নতুন ধরনের হাসিনার জন্ম হয়েছে। হাসিনার আমলে ফেসবুকে সমালোচনা করলে ভাবমূর্তি নষ্ট হত, এখন যদি তা হয়, তাহলে পার্থক্য কোথায়? ভাবমূর্তি কি কচুপাতার পানি যে টুপ করে পড়ে যায়?’
এসএস/এসএন