জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১৩ মে) কানের ৭৮তম আসর শুরু হয় ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। বিশ্বের নামিদামি সব তারকা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে জমছে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা।
কানের লাল গালিচা পর্বে হাজির হচ্ছেন বিশ্বের তাবড় তাবড় অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজকসহ বিনোদন অঙ্গনের মহারথীরা। চোখ ধাঁধানো সাজে নজর কাড়ছেন সবাই।
‘এডিংটন’ টিম নিয়ে এমা স্টোন
উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে তাঁর ‘এডিংটন’। পুরো টিমের সঙ্গে তাই কানে হাজির হয়েছেন এমা স্টোন।
আগের দিন [শুক্রবার] হলো ছবিটির উদ্বোধনী প্রদর্শনী। গতকাল সদলবলে এলেন ফটোকলে। তারকাবহুল ছবিটিতে এমার সঙ্গে আরো অভিনয় করেছেন হোয়াকিন ফিনিক্স, অস্টিন বাটলার, পেড্রো প্যাসকাল। ১৮ জুলাই ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে।
কান আঙিনায় জাপানি নারী
কানে জাপানি ছবির ইতিহাস বেশ সমৃদ্ধ। গতকাল মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছে ‘রিনয়ের’। প্রদর্শনীর আগেই কান ময়দানে হাজির ছবির তিন নারী সদস্য—অভিনেত্রী ইউই সুজুকি, পরিচালক-চিত্রনাট্যকার চি হায়াকাওয়া ও অভিনেত্রী হিকারি ইশিদা।
ছবির উৎসবে গানের বনো
আইরিশ রক ব্যান্ড ‘ইউ২’র নাম শোনেননি এমন সংগীতরসিক কমই আছেন। এই দলের প্রাণভোমরা আইরিশ গায়ক বনো।
গানের বনো ছবির উৎসবে এসেছেন, নিশ্চয়ই তার কারণ আছে। কারণ তাঁর সংগীতজীবনের বিশেষ সব ঘটনা সেলুলয়েডে ধারণ করেছেন অ্যান্ড্রু ডমিনিক। ৮৭ মিনিটের সেই ‘বনো : স্টোরিজ অব সারেন্ডার’-এর বিশেষ প্রদর্শনী হলো কানে। গতকাল বনো এসেছেন ফটোকলে। ৩০ মে অ্যাপল প্লাসে মুক্তি পাবে ছবিটি।
মঙ্গলবার (১৩ মে) রাতে শুরু হয় কানের ৭৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এ আয়োজনে নানা দেশের তারকারা অংশ নিয়েছেন। উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এ ছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’— প্রতিটি বিভাগেই দেখা যাবে বিশ্বব্যাপী নানা দেশের চলচ্চিত্র।
এফপি/এসএন