রংপুরে পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে তারা দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ করেন রংপুর জেলা ও মহানগর কমিটির ১৬ জন নেতাকর্মী। এ সময় এ প্ল্যাটফর্ম ছাড়ার ঘোষণা দেন অর্ধশতাধিক কর্মী।

রোববার (১৮ মে) রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলন ডেকে তারা পদত্যাগের ঘোষণা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদত্যাগকারীরা হলেন- মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান, সংগঠক আদনান সামির, মাহদী হাসান অনিক, রাতুল, এনায়েত রাব্বি, সদস্য আরাফাত সানি আপন, আল শামস সিয়াম, আল আমিন, সীমান্ত হোসেন, মোজাহিদ, আল তানজীল আহসান, জেলা কমিটির সদস্য মুবতাসিম ফুয়াদ সাদিদ, জুনাইদ ইসলাম সাদিদ, সৃজন সাহ, মাহতাব হোসেন আবির ও সাওম মাহমুদ সিরাজ।

এর আগে গত ১৫ মে নেতাদের দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন জেলা কমিটির আরেক সদস্য মাহমুদুর রহমান লিওন।

পদত্যাগপত্রে লেখা, রংপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ কিছু নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং তার স্বপক্ষে পাওয়া প্রমাণ আমাদের আন্দোলনের মূল চেতনা ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী।

এ গুটিকয়েক নেতার অপকর্মের দায় আমরা যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছি তাদের ওপরও বর্তায়, যা অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক।

এ সময় মহানগর কমিটির যুগ্ম আয়ান হাসান অভিযোগ করে বলেন, পুরো বাংলাদেশের মানুষ আমাদের ওপর আস্থা রেখেছিল কিন্তু আমরা সেই বিশ্বাস রাখতে পারিনি।

মহানগর ও জেলা কমিটির নেতারা টেন্ডার বাণিজ্য, জমির দালালি, মামলাবাণিজ্য ও মেলায় জুয়ার আসর থেকে চাঁদা আদায়সহ নানা অপকর্ম করছে। তিনি আরো অভিযোগ করেন, জেলা মহানগর কমিটির শীর্ষ কয়েকজন নেতা আন্দোলনের শেষ পর্যায়ে এসে আন্দোলনে যোগ দিয়েছে।

পদত্যাগকারী জেলা কমিটির সদস্য মাহতাব হোসেন আবির বলেন, দুই মাস আগে নগরীর ঘাঘট এলাকায় অনুষ্ঠিত বাণিজ্যমেলায় হাউজি জুয়ার আসর বসানো হয়।

সেখান থেকে জেলা ও মহানগর কমিটি নেতারা ১৪ লাখ টাকা চাঁদা নেন।

এ ছাড়া রংপুর সিটি করপোরেশনে ২৫ জনকে নিয়োগ দিয়ে লাখ লাখ টাকার নিয়োগবাণিজ্য করেছেন। এর আগে গত বছর বন্যার সময় বন্যার্তদের জন্য তোলা ত্রাণের ৮৭ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ তোলেন তিনি।

এ ঘটনায় অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, আমরা ষড়যন্ত্রের শিকার। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি স্পষ্ট করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, কোনো ধরনের অপকর্মের সঙ্গে আমি জড়িত নই।

তারা যদি এ ধরনের কোনো অভিযোগ করে তাহলে প্রমাণ হাজির করুক। অবশ্যই কারো না কারো স্বার্থে আঘাত লেগেছে এজন্য এমনটা হতে পারে।

এটা নিয়ে সবার সঙ্গে বসে আলোচনা করে লিখিত বক্তব্য জানানো হবে। এর আগে গত বছরের ২৪ নভেম্বর রাতে ইমতিয়াজ আহমেদ ইমতিকে আহ্বায়ক ও রহমত আলীকে সদস্য সচিব করে ১১২ সদস্যের মহানগর কমিটি গঠন করা হয়।

আর ইমরান আহমেদকে আহ্বায়ক ও ডা. আশফাক আহমেদ জামিলকে সদস্য সচিব করে ১৫৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত May 19, 2025
img
বিএনপি নেতার গাড়িবহরে হামলার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার May 19, 2025
img
ঢাকায় গ্রেফতার হলেন নিষিদ্ধ ছাত্রলীগের নড়াইল জেলা সভাপতি May 19, 2025
img
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত May 19, 2025
img
খুলনায় জুলাই যোদ্ধা অনুদান পেলেন যুবলীগ নেতা, তদন্ত কমিটি গঠন May 19, 2025
img
প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে, বলেছিলেন ফারিয়া May 19, 2025
img
তুরস্ক থেকে আমরাম ক্ষেপণাস্ত্র নিচ্ছে পাকিস্তান, উদ্বেগে ভারত! May 19, 2025
img
‘সংবাদ এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে’ May 19, 2025
একাদশে না থেকেও যে বিরল রেকর্ড গড়েছেন শান্ত . May 19, 2025
৭ বছরেও চালু হয়নি ৪২ কোটি টাকার বায়ু বিদ্যুৎ প্রকল্প May 19, 2025
img
চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এবার দুবাই থেকে উট এনে কোরবানি দিবেন! May 19, 2025
img
বাংলাদেশের সিদ্ধান্তের জবাবে স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত May 19, 2025
img
নুসরাত ফারিয়াদের গ্রেফতার করে গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে : রাশেদ খান May 19, 2025
img
দিল্লির হার, তবে বল হাতে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ May 19, 2025
img
পদোন্নতি পেয়ে ১২ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হলেন May 19, 2025
img
সাভারের আশুলিয়ায় পার্কিং করা বাসে আগুন May 19, 2025
img
দীর্ঘদিন পর মাঠে নেমেই সাকিবের গোল্ডেন ডাক May 19, 2025
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ করল শিক্ষার্থীরা May 19, 2025
img
সাবেক সেনাসদস্যদের দাবি-দাওয়া যাচাই ও সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিল আইএসপিআর May 19, 2025
img
আগস্টে ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর May 19, 2025