পরের মৌসুমে বেনফিকার জার্সিতে আনহেল ডি মারিয়াকে আর দেখা যাবে না। পর্তুগালের ক্লাবটিতে নিজের দ্বিতীয় অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
পর্তুগালের শীর্ষ প্রতিযোগিতা লিগা পর্তুগালের শেষ রাউন্ডে শনিবার ব্রাগার বিপক্ষে জিততে পারেনি বেনফিকা। ম্যাচটি ১-১ ড্র করে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নরা। বেনফিকার শিরোপা পুনরুদ্ধারের দারুণ সুযোগ ছিল এবার। কিন্তু অল্পের জন্য স্বপ্ন ভাঙে তাদের। শিরোপা ধরে রাখা স্পোর্তিং লিসবনের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় হয়ে লিগ মৌসুম শেষ করে তারা। ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৫ ড্রয়ে বেনফিকার পয়েন্ট ৮০। সমান ম্যাচে ২৫ জয় ও ৭ ড্রয়ে লিসবনের পয়েন্ট ৮২।
২০০৫ সালে আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ত্রালের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ডি মারিয়া। ২০০৭ সালে তিনি যোগ দেন বেনফিকায়। দুই বছর পর পর্তুগিজ ক্লাবটির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি হয় তার।
২০১০ সালে বেনফিকা ছেড়ে ৫ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান ডি মারিয়া। রিয়ালের হয়ে লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ, সব কিছু জিতে ২০১৪ সালে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে।
ইংলিশ প্রিমিয়ার লিগে কেবল এক বছরই খেলেন ডি মারিয়া। ২০১৫ সালে পিএসজিতে নাম লিখিয়ে চলে যান ফ্রান্সে। এই ক্লাবেই কাটান ক্যারিয়ারের সবচেয়ে লম্বা সময়। ৭ বছরে ৫ বার স্বাদ পান লিগ শিরোপা জয়ের। সঙ্গে ৫টি ফ্রেঞ্চ কাপ ও ৪টি লিগ কাপও জয় করেন তিনি।
পরে যোগ দেন জুভেন্টাসে। ইউরোপের সব শীর্ষ লিগে খেলে ২০২৩ সালে আবারও ফিরে যান পুরোনো ঠিকানা বেনফিকায়। দুই বছর পর এবার এই অধ্যায়েরও ইতি টানছেন এই রাইট-উইঙ্গার। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে বেনফিকা ছাড়ার ঘোষণা দেন ৩৭ বছর বয়সী ডি মারিয়া। তার সেই বার্তায় মিশে আছে শিরোপা জিততে ব্যর্থ হওয়ার হতাশা।
তিনি জানান, “দীর্ঘ একটি বছর এভাবে শেষ করতে পারা খুবই কষ্টের। এই জার্সিতে (বেনফিকা) এটা ছিল আমার শেষ চ্যাম্পিয়নশিপ ম্যাচ এবং আবারও এই জার্সি পরতে পেরে আমি গর্বিত।”
আগামী ৩০ জুন পর্যন্ত বেনফিকার সঙ্গে চুক্তি রয়েছে দি মারিয়ার। জুনেই অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে তিনি খেলবেন কিনা, সেটা নিয়ে এখনও জানা যায়নি কিছু। দুই মেয়াদে বেনফিকার হয়ে এখন পর্যন্ত ২১১ ম্যাচ খেলেছেন দি মারিয়া। ৪৭ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৫৩টিতে।
আরআর/এসএন