ভারতের নিষেধাজ্ঞায় বুড়িমারী বন্দরে আটকা ২০টি ট্রাক

ভারতের আমদানি বিধিনিষেধের কারণে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকে গেছে খাদ্যপণ্যবাহী ২০টি ট্রাক ও কাভার্ডভ্যান। এর মধ্যে ১০টি খালি ট্রাক রয়েছে।

যানগুলো রোববার (১৮ মে) সকালে বুড়িমারী সীমান্ত পার হয়ে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি যাওয়ার কথা থাকলেও নিষেধাজ্ঞায় আটকে যায়।

বুড়িমারী কাস্টম কর্মকর্তা রাশেদ বলেন, ভারতে রপ্তানির জন্য প্রাণ-আরএফএল গ্রুপ, সজীব গ্রুপ ও আকিজ গ্রুপের ২০টির মতো বিভিন্ন ধরনের খাদ্যপণ্যবোঝাই ট্রাক আটকা রয়েছে। শনিবার (১৭ মে) দেশের বিভিন্নস্থান থেকে এসব পণ্যবাহী ট্রাক বুড়িমারী স্থলবন্দরে এসে পৌঁছায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার বাংলাদেশ থেকে তৈরি পোশাক (আরএমজি) ও প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রীসহ কিছু পণ্য স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। বাংলাদেশ সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে ভারতীয় তুলা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের পর এ নিষেধাজ্ঞা আরোপ করলো ভারত।

এতে বলা হয়েছে, বাংলাদেশের নির্দিষ্ট কিছু পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এর পরিপ্রেক্ষিতে কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক প্রবেশের অনুমতি দেওয়া হবে না। কেবল নাভা শেভা ও কলকাতা সমুদ্রবন্দর দিয়েই প্রবেশের অনুমতি থাকবে। এ নিষেধাজ্ঞা ভারতের মধ্য দিয়ে পরিবহনকারী বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যা নেপাল ও ভুটানের উদ্দেশ্যে পাঠানো হবে। এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

ফলের স্বাদযুক্ত ও কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, তুলা ও সুতির সুতার বর্জ্য, প্লাস্টিক ও পিভিসি তৈরিপণ্য আমদানি, নিজস্ব শিল্পের জন্য ইনপুট তৈরি করে এমন রঙিন পদার্থ, রং, প্লাস্টিসাইজার, কাঠের আসবাবপত্র ও অন্যান্য পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের কোনো স্থল কাস্টমস স্টেশন (এলসিএস)/ ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) এবং পশ্চিমবঙ্গের (এলসিএস) চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে, বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্যতেল এবং পাথর প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, ভারত কিছু খাদ্যপণ্য ও তুলার সুতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এজন্য বুড়িমারী স্থলবন্দর থেকে এসব মালামাল ভারতে যাচ্ছে না। তবে এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
একযোগে ১৭ এসপিকে বদলি May 19, 2025
img
সহশিল্পীর সঙ্গে প্রেম নিয়ে যা বললেন খুশি কাপুর May 19, 2025
img
নীতির সাথে আপোষ সাদেক হোসেন খোকার উত্তরসূরীর মানায় না: সারজিস May 19, 2025
img
ফাইনালে জোড়া গোল করে প্রথম আন্তর্জাতিক শিরোপা জয় রোনালদো জুনিয়রের May 19, 2025
img
রাশ্মিকার স্বল্প বসনার এত দাম! May 19, 2025
img
নির্বাচন না হলে দেশি-বিদেশি বিনিয়োগ আসবে না : আমীর খসরু May 19, 2025
img
শাহরুখপুত্রের প্রেমে পড়েছেন এই অভিনেত্রী! May 19, 2025
img
ভারতে যাওয়ার সময় যুবলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার May 19, 2025
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন হান্নান মাসউদ May 19, 2025
কারাগারেই যেতে হল নুসরাত ফারিয়াকে May 19, 2025
"নুসরাত ফরিয়াদের গ্রেফতার করে একটি হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে" May 19, 2025
img
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি : ভারতে গ্রেপ্তার ৯ May 19, 2025
‘আ.লীগের নির্বাচন করার সুযোগ নেই’ May 19, 2025
খামারির ঘাম ঝরানো দুধে মিলছে না ন্যায্য দাম May 19, 2025
বাংলার বুক জুড়ে নতুন করিডোর মানেনা ১২ দলীয় জোট May 19, 2025
নুসরাতের পাশে হাসনাত, গ্রেপ্তারকে বললেন হাসিনা স্টাইলের ডাইভারশন! May 19, 2025
img
বিএনপির কড়া বার্তা, হাসনাতকে এক সপ্তাহের আলটিমেটাম May 19, 2025
img
ইশরাকের মেয়র হতে চাওয়ার যৌক্তিকতা নিয়ে সারজিসের প্রশ্ন May 19, 2025
img
বাবার সামনে হাতেনাতে ধরা পড়লেন সানি লিওন May 19, 2025
img
১০ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত May 19, 2025