ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আসরের মাঝপথেই বন্ধ হয়ে যায় আইপিএল ও পিএসএল। ফলে বিদেশি খেলোয়াড়দের সংকটে পড়ে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি দলগুলো। এ পরিস্থিতি সামাল দিতে নতুন করে বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে ভেড়ায় তারা। এরই অংশ হিসেবে পিএসএলের লাহোর কালান্দার্স দলে নেয় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে, আর আইপিএলের দিল্লি ক্যাপিটালস দলে ভেড়ায় পেসার মুস্তাফিজুর রহমানকে।
গতকাল মাঠে নেমেছিলেন সাকিব ও মুস্তাফিজ দুজনেই।
পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে বাঁচা-মরার ম্যাচে একাদশে ছিলেন সাকিব। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে জয় পেয়েছে লাহোর, আর এর মাধ্যমে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে তারা।
তবে ব্যাটে-বলে বিবর্ণ ছিলেন সাকিব। দীর্ঘ প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরে শূন্যের দেখা পেলেন তিনি। লাহোরের ইনিংসের ১১তম ওভারে সপ্তম ব্যাটার হিসেবে মাঠে নেমে আউট হয়েছেন প্রথম বলেই। পেশোয়ারের পেসার আহমেদ দানিয়ালের একটি স্লোয়ার ডেলিভারি ফাইন লেগ দিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন শূন্য রানে।
বল হাতেও আলো ছড়াতে পারেননি সাকিব আল হাসান। ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে মাত্র ৫ রান দিলেও পরের ওভারে ছিলেন খরুচে। নিজের দ্বিতীয় ওভারে দুটি ছক্কাসহ মোট ১৩ রান দেন তিনি। সব মিলিয়ে ২ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
অন্যদিকে, আইপিএলে প্রত্যাবর্তনের ম্যাচে তুলনামূলকভাবে ভালোই বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে গুজরাট টাইটানসের বিপক্ষে বল হাতে ৩ ওভার বোলিং করে দিয়েছেন ২৪ রান। যদিও উইকেটের দেখা পাননি তিনি। তবে শুধু মুস্তাফিজই নন, ম্যাচে দিল্লির কোনো বোলারই উইকেট তুলতে পারেননি। দিল্লিও হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে।
গুজরাট ৩ ওভারে ৪৩ রান তোলার পর বোলিংয়ে আসেন মুস্তাফিজ। প্রথম ওভারে ৬ রান দেওয়ার পরের ওভারে দেন ৭ রান। ২ ওভারে ১৩ রান দেওয়া মুস্তাফিজ আবার আক্রমণে আসেন ১৬তম ওভারে। ওই ওভারে দুইটি চারে মোট ১১ রান দেন এই বাঁহাতি পেসার। সব মিলিয়ে মুস্তাফিজ ৩ ওভারে ২৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
আরআর/এসএন