বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের এ আদেশ দেন। একইসঙ্গে আদালত ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কি না, আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন কিনা সে মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন আদালত। পাশাপাশি জামিনের বিষয়ে শুনানির জন্য ২২ মে দিন ধার্য করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আসামি নুসরাত ফারিয়ার জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, এ মামলায় নুসরাত এজাহারনামীয় আসামি। থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে আটক করা হয়।
আমরা আরেকজন জন নন্দিক নায়ক ফেরদৌসকে খুজছি। ফ্যাসিস্টরা দেশের নায়ক, নায়িকা, ফুটবলার, ক্রিকেটারদের পিকআপ করে। ওরাও ফ্যাসিস্টদের লোভে সরকারের আনুকূল্য পাওয়ার জন্য তাদের সহযোগী করে। এই আসামি নুসরাত সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে অবলম্বন করে সরকারের কাছে যাওয়ার চেষ্টা করেছে।
তিনি হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় দোষের নয়। তবে তিনি যেই বক্তব্য দিয়েছেন সেটা ঠিক না। তিনি বলেছেন, প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনা আছে। এ ধরনের বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে খুশি করছে।
তিনি সংরক্ষিত আসনে এমপি হতে চেয়েছেন।
তিনি আরো বলেন, আসামি নুসরাত ফারিয়া অনলাইনে নিজে জুয়া খেলে। তিনি ভুয়ার বিজ্ঞাপনের শুভেচ্ছাদূত। এই নুসরাত ফারিয়া যুব সমাজকে নষ্ট করতে তিনি কাজ করেছেন। আন্দোলনের সময় ফ্যাসিস্টকে সহযোগিতা করে আসছে। তারা নাটক, গান ও নাচের মাধ্যমে ফ্যাসিস্টদের সহযোগিতা করেছে। ফ্যাসিস্টদের সহযোগীদের আইনের আওতায় আনতে হবে। বিদেশে থেকে তিনি এই আন্দোলনের বিরুদ্ধে প্ররোচনা চালিয়েছে। তিনি ফ্যাসিস্টের অন্যতম সহযোগী। তাই জামিনের বিরোধিতা করছি। জামিন পেলে তিনি ফ্যাসিস্টদের ফিরে আসতে সহযোগিতা করবে।
এর আগে, রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।
এসএন