গুলিস্তান ব্লকেড করলো ইশরাকপন্থিরা, যান চলাচল বন্ধ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চারদিনের বিক্ষোভ শেষে নগরভবন ব্লকেড কর্মসূচি শুরু করেছেন আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের প্রধান সড়ক অবরোধ করে রাখা হয়েছে, ফলে ব্যস্ত এ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে গুলিস্তান মাজারের সামনে অবস্থান নিয়ে সড়ক আটকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। এতে বংশাল ও পল্টনমুখী সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল এসে প্রথমে গুলিস্তান মাজারের সামনে এবং নগরভবনের সামনে জড়ো হয়। বিক্ষোভকারীরা ইশরাকের শপথ নিতে বিলম্বের প্রতিবাদ জানাচ্ছেন।

এসময় তারা স্লোগান দেন- শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই। শপথ নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই। দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ। জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই।

ইশরাকপন্থি কর্মকর্তা-কর্মচারীরা নগরভবনের মূল ফটক এবং অন্যান্য বিভাগের গেটে তালা লাগিয়ে রেখেছেন। ফলে নগরভবনে প্রবেশ করা যাচ্ছে না এবং সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগরভবনের সামনে আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।

গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতের নারী নেত্রীদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ May 19, 2025
img
পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবরটি সঠিক নয় May 19, 2025
img
একযোগে ১৭ এসপিকে বদলি May 19, 2025
img
সহশিল্পীর সঙ্গে প্রেম নিয়ে যা বললেন খুশি কাপুর May 19, 2025
img
নীতির সাথে আপোষ সাদেক হোসেন খোকার উত্তরসূরীর মানায় না: সারজিস May 19, 2025
img
ফাইনালে জোড়া গোল করে প্রথম আন্তর্জাতিক শিরোপা জয় রোনালদো জুনিয়রের May 19, 2025
img
রাশমিকার স্বল্প বসনা নজর কেড়েছে সবার, দাম ৬৪ হাজার ৯০০ রুপি! May 19, 2025
img
নির্বাচন না হলে দেশি-বিদেশি বিনিয়োগ আসবে না : আমীর খসরু May 19, 2025
img
শাহরুখপুত্রের প্রেমে পড়েছেন এই অভিনেত্রী! May 19, 2025
img
ভারতে যাওয়ার সময় যুবলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার May 19, 2025
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন হান্নান মাসউদ May 19, 2025
কারাগারেই যেতে হল নুসরাত ফারিয়াকে May 19, 2025
"নুসরাত ফরিয়াদের গ্রেফতার করে একটি হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে" May 19, 2025
img
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি : ভারতে গ্রেপ্তার ৯ May 19, 2025
‘আ.লীগের নির্বাচন করার সুযোগ নেই’ May 19, 2025
খামারির ঘাম ঝরানো দুধে মিলছে না ন্যায্য দাম May 19, 2025
বাংলার বুক জুড়ে নতুন করিডোর মানেনা ১২ দলীয় জোট May 19, 2025
নুসরাতের পাশে হাসনাত, গ্রেপ্তারকে বললেন হাসিনা স্টাইলের ডাইভারশন! May 19, 2025
img
বিএনপির কড়া বার্তা, হাসনাতকে এক সপ্তাহের আলটিমেটাম May 19, 2025
img
ইশরাকের মেয়র হতে চাওয়ার যৌক্তিকতা নিয়ে সারজিসের প্রশ্ন May 19, 2025