স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার মামলার তদন্ত শেষ না হওয়ায় তিনি নিরপরাধ কি না তা এখনো স্পষ্ট নয়। আর সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৯ মে) কোরবানির ঈদ উপলক্ষে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের বহু মামলায় নিরীহ লোকজন হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীর আলম বলেন, “নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমরা অনেকবার বলেছি। আমরা বলেছি, শুধু দুষ্কৃতিকারীরা যেন আইনের আওতায় আসে এবং শাস্তি পায়; কোনো একটা নিরীহ লোক যেন ভোগান্তির শিকার না হয়।”
সাংবাদিক প্রশ্ন রাখেন, তাহলে চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চাওয়া নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হলো কেন?
জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “উনার বিরুদ্ধে তো তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে তো আমরা বলতে পারব না… এই অবস্থায় আবার ছেড়ে দিলে আপনারাই বলবেন যে ছেড়ে দিলাম কেন?”
বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় রোববার সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার হন নুসরাত ফারিয়া। সোমবার সকালে শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
এক সাংবাদিক জানতে চান, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না, তাহলে তাকে কেন আটকানো হলো?
জবাবে জাহাঙ্গীর আলম বরেণ, “বিদেশযাত্রার ক্ষেত্রে একটা পলিসি আছে। ওই পলিসির মধ্যে যারা পড়ে, তাদের আটকানো হয়।”
আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন গত ১৩ মে বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে বাধার মুখে পড়েন। পরে রোববার তিনি থাইল্যান্ড যেতে সক্ষম হন।
নায়িকা নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনাকে ‘বিব্রতকর’ বর্ণনা করে সোমবার ফেইসবুকে পোস্ট দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেছেন, “আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল।
“ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “তিনি কী বলেছেন, সেটা তো আর আমি জানি না। তবে একটা কথা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা; যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো থাকবেই।”
আরএম/এসএন