বলিউডের পর্দায় কমবয়সী নায়িকাদের সঙ্গে বেশি বয়সের নায়কদের রোমান্স নতুন কিছু নয়। দক্ষিণী সিনেমাতেও এমন ট্রেন্ডিং দেখা যায়। আর এই কারণে সমালোচনার মুখে পড়েন অভিনেতারা। এবার জনপ্রিয় খ্যাতনামা অভিনেতা কমল হাসান পড়লেন তোপের মুখে।
হাঁটুর বয়সী নায়িকা তৃষা কৃষ্ণানের সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ হয়ে বেশ আলোচনায় উঠে এসেছেন এ বর্ষীয়ান অভিনেতা।
সদ্যই মুক্তি পেয়েছে কমল হাসানের আসন্ন সিনেমা ‘ঠাগ লাইফ’। সিনেমাটির ট্রেলার নজর কেড়েছে দর্শকদের। তবে ট্রেলারের কিছু দৃশ্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন কমল হাসান।
ট্রেলারে ৭১ বছর বয়সী এ অভিনেতাকে দুই নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গেছে। যাদের একজন অভিরামি ও অপরজন তৃষা কৃষ্ণান। সমাজ মাধ্যমে তোলপাড় পড়ে গিয়েছে। বয়সের হিসেবে কমল হাসানের বিপরীতে দুই নায়িকার বয়স ৪১ বছর।
বলতে গেলে হাঁটুর বয়সী দুই অভিনেত্রীর সঙ্গে পর্দায় রোমান্স অনেকটাই বেমানান বলে মনে করছেন নেটিজেনরা।
কেউ একজন সেই ছবি শেয়ার করে লিখেছেন, ‘কমল স্যারের সঙ্গে এটা বেমানান।’ কেউ লিখেছেন, ‘বয়সে তারা অর্ধেক!’ কারো মতে, ‘অল্প বয়সীদের মতো আচরণ করবেন এবং বাচ্চা মেয়েদের সঙ্গে রোম্যান্স করবেন, এটা অদ্ভুত এবং কাম্য নয়।’
সাম্প্রতিক সময়ে বলিউড অভিনেতা সালমান খানও হাঁটুর বয়সী অভিনেত্রী রাশমিকার সঙ্গে পর্দায় রোমান্স করে আলোচনায় এসেছিলেন। তা নিয়ে কম বিতর্ক হয়নি।
তবে সালমান খান বিতর্কের জবাবে বলেছিলেন, ‘যখন নায়িকার কোনও সমস্যা নেই তখন বাকিদের কী হচ্ছে! আমি তো রাশমিকার মেয়ের সঙ্গেও পর্দায় রোম্যান্স করব। অনুমতি ওর মা দেবে।’
মণি রত্নম পরিচালিত গ্যাংস্টার অ্যাকশন ড্রামাটিতে অভিনয় করেছেন কমল হাসান, সিলাম্বরসন, ত্রিশা কৃষ্ণন, সানিয়া মালহোত্রা, অভিরামি, অশোক সেলভান, ঐশ্বর্য লক্ষ্মী, জোজু জর্জ, নাসার, আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠি, রোহিত সরফ এবং ভাইয়াপুরি। সিনেমাটি আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
এসএন