জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার করা হয়েছে। সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে বন্দি রয়েছেন।
গ্রেফতারের পর নুসরাত তার অফিসিয়াল ফেসবুক পেজে পরিবারের সঙ্গে হাসিখুশী একটি ছবি পোস্ট করেছেন এবং সেখানে পরিবারের জন্য দোয়া চান। পোস্টে ন্যায়েরজন্যফারিয়া, ফারিয়া_মুক্তকরো ও ফারিয়া_প্রতিবাদ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।
শুধু তাই নয়, ফারিয়া পুরো জুলাই আন্দোলনের সময় কোথায় ছিলেন সেই বিষয়ক একাধিক নিউজ শেয়ার করা হয়েছে পেজ থেকে। পোস্টের শেষে ‘অ্যাডমিন পোস্ট’ উল্লেখ করা হয়েছে।
নুসরাত ফারিয়ার সঙ্গে যা ঘটছে শোবিজের অনেকেই তার প্রতিবাদ করছেন। সেই তালিকায় রয়েছেন খোদ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এছাড়াও ফারিয়াকে নিয়ে ফেসবুকে কথা বলেছেন রাফিয়াত রশিদ মিথিলা, আশফাক নিপুণ, কাজী নওশাবা আহমেদ, আলিফ আলাউদ্দিন, সাইমন সাদিক, পূজা সেনগুপ্তসহ অনেকে।
এই মামলায় নুসরাত ছাড়াও মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। তার জামিন আবেদন আগামী ২২ মে শুনানি হবে বলে জানা গেছে।
বিনোদন মহলে নুসরাতের গ্রেফতারের পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিক্রিয়া ও আলোচনা চলছে।
আরআর/এসএন