পাকিস্তানের পাল্টা হামলায় ভারত হারাল ১০ হাজারের বেশি ঘরবাড়ি

টানা কয়েকদিনের গোলাগুলি ও পাল্টা হামলার উত্তাপ শেষে আপাতত যুদ্ধবিরতির পর্যায়ে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। দুই দেশের সামরিক কর্মকর্তারা বর্তমানে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন এবং যুদ্ধবিরতির সময়সীমাও বাড়াচ্ছেন।

তবে সাম্প্রতিক সংঘর্ষে সীমান্ত এলাকায় যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বহু সময় লাগবে বলেই আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের টানা হামলায় ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোর চেহারা একেবারে বদলে গেছে। কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিধ্বস্ত হয়েছে শত শত গ্রাম। সোমবার (১৯ মে) ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন সিন্দুর’ এবং তার পাল্টা পাকিস্তানি হামলায় ১০ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ঘরহারা হয়েছেন বহু পরিবার।

সর্বাধিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে জম্মুর পুঞ্চ জেলা। পাকিস্তানি হামলায় নিহত ২২ জনের মধ্যে ১৪ জনই এই জেলার বাসিন্দা। স্থানীয় সাংসদ আজাজ জান জানিয়েছেন, জেলার ৯০টি পঞ্চায়েতের মধ্যে ৬০টিতে হাজার হাজার বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, এত বড় মাপের হামলা এর আগে এই এলাকায় হয়নি। পুরো এলাকায় দাঁড়িয়ে থাকা কোনো ঘর দেখা যাচ্ছে না। আজাজ আরও জানান, তিনি নিজে ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় ৪০ শতাংশ ঘুরে দেখেছেন।

তার ভাষায়, এই এলাকা ভূকম্পনপ্রবণ। বাড়িগুলোর কাঠামো এতটাই দুর্বল হয়ে পড়েছে যে, একটি মৃদু ভূমিকম্পেই সেগুলো ভেঙে পড়তে পারে।

তিনি কেন্দ্রীয় সরকার ও জম্মু-কাশ্মিরের প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। তার ভাষায়, অনেকেই এখনও ঘরে ফিরতে পারেননি। পরবর্তী ভূমিকম্পে মারাত্মক বিপদে পড়বেন তারা।

শুধু পুঞ্চ নয়, পাকিস্তানের হামলায় কুপওয়ারা, বারামুলা, রাজৌরি, কারনা ও উরি এলাকাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারনায় ধ্বংস হয়েছে শতাধিক বাড়ি, উরিতে ৪৫৮টি বাড়ি গুঁড়িয়ে গেছে বলে জানা গেছে। ন্যাশনাল কনফারেন্সের আরেক সাংসদ জাভিদ আহমেদ জানান, সম্পূর্ণভাবে গুঁড়িয়ে যাওয়া ঘরের জন্য আমরা ১০ লাখ এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ঘরের জন্য ৫ লাখ রুপি ক্ষতিপূরণ চেয়েছি।

স্থানীয় তাংদার গ্রামের বাসিন্দা জাহিদ রাশিদ বলেন, গোলাবর্ষণ শুরু হলে আমরা বাঙ্কারে আশ্রয় নিই। থেমে গেলে বাইরে এসে দেখি-সব ঘরবাড়ি গুঁড়িয়ে গেছে। এখন অনেকেই আত্মীয় বা প্রতিবেশীর বাড়িতে সাময়িক আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। পাকিস্তানের এই হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাসির আসলাম ওয়ানি। তিনি বলেন, রাজ্য সরকার আর্থিক সহায়তার চেষ্টা করছে। পুনর্বাসন প্রকল্প থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে।

যদিও বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে সীমান্তে যে ক্ষত তৈরি হয়েছে-তা দীর্ঘস্থায়ী। হাজার হাজার ঘরবাড়ি হারানো পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজন দ্রুত ও কার্যকর পুনর্বাসন উদ্যোগ। এখন দেখার বিষয়, ভারত সরকার কীভাবে এই মানবিক বিপর্যয়ের মোকাবিলা করে।

টিকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
একযোগে ১৭ এসপিকে বদলি May 19, 2025
img
সহশিল্পীর সঙ্গে প্রেম নিয়ে যা বললেন খুশি কাপুর May 19, 2025
img
নীতির সাথে আপোষ সাদেক হোসেন খোকার উত্তরসূরীর মানায় না: সারজিস May 19, 2025
img
ফাইনালে জোড়া গোল করে প্রথম আন্তর্জাতিক শিরোপা জয় রোনালদো জুনিয়রের May 19, 2025
img
রাশ্মিকার স্বল্প বসনার এত দাম! May 19, 2025
img
নির্বাচন না হলে দেশি-বিদেশি বিনিয়োগ আসবে না : আমীর খসরু May 19, 2025
img
শাহরুখপুত্রের প্রেমে পড়েছেন এই অভিনেত্রী! May 19, 2025
img
ভারতে যাওয়ার সময় যুবলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার May 19, 2025
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন হান্নান মাসউদ May 19, 2025
কারাগারেই যেতে হল নুসরাত ফারিয়াকে May 19, 2025
"নুসরাত ফরিয়াদের গ্রেফতার করে একটি হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে" May 19, 2025
img
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি : ভারতে গ্রেপ্তার ৯ May 19, 2025
‘আ.লীগের নির্বাচন করার সুযোগ নেই’ May 19, 2025
খামারির ঘাম ঝরানো দুধে মিলছে না ন্যায্য দাম May 19, 2025
বাংলার বুক জুড়ে নতুন করিডোর মানেনা ১২ দলীয় জোট May 19, 2025
নুসরাতের পাশে হাসনাত, গ্রেপ্তারকে বললেন হাসিনা স্টাইলের ডাইভারশন! May 19, 2025
img
বিএনপির কড়া বার্তা, হাসনাতকে এক সপ্তাহের আলটিমেটাম May 19, 2025
img
ইশরাকের মেয়র হতে চাওয়ার যৌক্তিকতা নিয়ে সারজিসের প্রশ্ন May 19, 2025
img
বাবার সামনে হাতেনাতে ধরা পড়লেন সানি লিওন May 19, 2025
img
১০ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত May 19, 2025