ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আন্দোলন অন্যভাবে রূপ নেবে : সালাহউদ্দিন

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আজ-কালকের মধ্যে প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ না পড়ালে যে আন্দোলন চলছে, তা অন্যভাবে রূপ নেবে।’

রবিবার (১৯ মে) বিকেলে সিলেট নগরীর বালুচরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট) জি কে গউছ এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ এম রাসেদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, এম এ মালেক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন এবং শাম্মী আক্তার।

সালাহউদ্দিন বলেন, “ঢাকায় রাজপথ ও নগর ভবন ঘিরে আন্দোলন চলছে। স্থানীয় সরকার উপদেষ্টাকে আলটিমেটাম দেওয়া হয়েছে—আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, “সরকারকে সহায়তা করতে বিএনপি সব সময় প্রস্তুত। কিন্তু তাই বলে আপনারা যা ইচ্ছা তাই করবেন, তা মেনে নেওয়া হবে না। আজ রাতের মধ্যেই ইশরাককে শপথ করাতে হবে, নইলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে।”

এ সময় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে সরকারিভাবে ১৮ কোটি জনগণ বলা হলেও প্রকৃত সংখ্যা ১৯ কোটির বেশি। এত বিশাল জনসংখ্যার দেশে বিএনপির কি এতই টান পড়েছে যে আওয়ামী লীগ থেকে লোক আনতে হবে?”

তিনি অভিযোগ করেন, “যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা ফ্যাসিবাদ লালন করে, তারা জাতীয়তাবাদী দলের সদস্য হতে পারে না। আওয়ামী লীগের ডিএনএ-তেই গণতন্ত্র নেই। তারা সংবিধান লঙ্ঘন করে বাকশাল কায়েম করেছিল, হাজার হাজার মানুষ হত্যা করেছে।”

৫ আগস্টের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “সেদিনের গণ-অভ্যুত্থানে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, তারা ১৪০০ মানুষ হত্যা করেছে, ২০ হাজারকে পঙ্গু করেছে। অথচ এখনও তাদের অনুশোচনা নেই, ক্ষমাও চায়নি।”

বিএনপিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষক উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি শক্তিশালী না থাকলে দেশে সংসদীয় গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার, বহুদলীয় ব্যবস্থা আসতো না। এই দল দুর্বল হলে দেশ দুর্বল হবে।”

তরুণ প্রজন্মকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, “তাদের সামনে তারেক রহমানের ৩১ দফা তুলে ধরতে হবে। বাংলাদেশি পরিচয়ে যারা বিশ্বাসী, তারাই জাতীয়তাবাদী দলের প্রকৃত সদস্য হতে পারে।”

আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যেন বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলেন তিনি।

তিনি বলেন, “যারা গুম-খুন, অপহরণে জড়িত, তাদের বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদ যেন আর কখনও এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”

সালাহউদ্দিন নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে নেতৃত্ব গঠনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “দলের প্রাণ হচ্ছে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়। প্রতিযোগিতা থাকা ভালো, তবে তা যেন প্রতিহিংসায় রূপ না নেয়।”

অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এবার সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ১২৬ বিদেশি শিক্ষার্থী May 20, 2025
img
ডামি নির্বাচনের অভিযোগ, শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে টাঙ্গাইলে মামলা May 20, 2025
img
ভাইয়ের জন্মদিনে বেলুন খেলতে গিয়ে রাফসার করুণ মৃত্যু May 20, 2025
img
পরীমনিকে ঘিরে ছড়াল মৃত্যুর গুজব, ফেসবুক লাইভে দিলেন জবাব May 20, 2025
img
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে এবার ট্রাম্পের ডিপফেক ভিডিও, যা বলছে ফ্যাক্টচেক! May 20, 2025
img
বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো আরব আমিরাত May 20, 2025
img
কোনো মালিক নেই! রাস্তায় পড়ে আছে কোটি টাকার গাড়ি May 20, 2025
img
ঝিনাইদহে পরিত্যক্ত ব্যাগে মিলল কোটি টাকার হেরোইন May 20, 2025
img
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস May 20, 2025
img
সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের মশাল মিছিল May 20, 2025
img
হাইওয়েতে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জব্দ ১০ টন পলিথিন May 20, 2025
img
তামিমের ফিফটিতে ছন্দে বাংলাদেশ, টি-টোয়েন্টিতে ২০৫ রানের পাহাড় May 20, 2025
img
অনামিকার বাড়িতে প্রসেনজিৎ-দেবশ্রীর বিশেষ সময়, এখন শুধুই স্মৃতি May 19, 2025
img
বন্দরে বায়ুদূষণবিরোধী অভিযানে ২ লাখ টাকা জরিমানা May 19, 2025
img
অবৈধ অভিবাসনের দায়ে ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের May 19, 2025
হাতের আঙ্গুলে চুটকি বাজিয়ে খালি গলায় মেকআপ সুন্দরী গান May 19, 2025
img
জাতীয় ঐকমত্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই: আলী রীয়াজ May 19, 2025
এশিয়া কাপ থেকে সরে গেল ভারত? May 19, 2025
তিন ফরম্যাটের ব্যাটার হতে চায়: মাহিদুল ইসলাম অঙ্কন! May 19, 2025
বাণিজ্য উত্তেজনা প্রশমিত, চীন থেকে টেসলার যন্ত্রাংশ আমদানি May 19, 2025