'আমরা নিজেরাও বিপদে' : নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে মুখ খুললেন ফজলুর রহমান বাবু

নুসরাত ফারিয়াকে আটকের ঘটনা লজ্জাজনক আখ্যা দিয়ে খ্যাতিমান অভিনেতা ফজলুর রহমান বাবু বললেন, পরিষ্কারভাবে যদি বলি আমরা নিজেরাও বিপদে।

সোমবার রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে শেষে বেরিয়ে যাবার পথে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। 

সাক্ষাৎকারে চলচ্চিত্রাঙ্গনের বর্তমান ব্যস্ততা, নতুন প্রজন্মের শিল্পী এবং নায়ক-নায়িকাদের আইনি জটিলতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। ঈদ মুক্তিপ্রাপ্ত ছবি "তান্ডব" ও "ইনসাফ"-এ অভিনয়ের অভিজ্ঞতা জানানোর পাশাপাশি, নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এই গুণী অভিনেতা।

সাক্ষাৎকারে ফজলুর রহমান বাবু নিজেকে মূলত অভিনেতা হিসেবেই পরিচয় দেন। 

সাংবাদিকরা তার গান গাওয়ার প্রসঙ্গ তুললে তিনি বলেন, "আমি আসলে অভিনেতাই। অভিনয় করি। ঠিকঠাক মত যদি টিম থাকে, চিত্রনাট্য হয় তাহলে সব জায়গায় কাজ করতে ভালো লাগে। সব জায়গায় সমান গুরুত্ব দিয়ে কাজ করি। শুধু অর্থের জন্য কাজ করি না, শিল্পীর যে ক্ষুধা সেই ক্ষুধা নিবৃত করার জন্য কাজ করি।"

নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হলে বাবু বলেন, "নতুনরা তো সবাই সমান না। অনেক প্রতিভাবান নতুন আছে আবার আনকোরা নতুন আছে। শিক্ষা এবং অনুশীলন করে যারা আসে তাদের সঙ্গে কাজে অবশ্যই ভালো লাগে। অনেক শিল্পী আসছে যারা খুবই সম্ভাবনাময়। আবার সেই সাথে এটাও বলতে হয় অনেক আনাড়ি শিল্পী আসে, যে আসলে শিল্পী না, শুধু মনে করে একটা সুযোগ পেলেই শিল্পী হয়ে যাব। তাদের সাথে কাজ করতে একটু অস্বস্তি হয়।"

তবে সাক্ষাৎকারের সবচেয়ে স্পর্শকাতর অংশ ছিল শিল্পী বা নায়ক-নায়িকাদের উপর মামলা এবং নুসরাত ফারিয়ার গ্রেফতার প্রসঙ্গ। এ বিষয়ে ফজলুর রহমান বাবু স্পষ্ট ভাষায় বলেন, "এটা কাম্য না, এক কথায় এর উত্তর দিতে চাই এটা কাম্য না।"

নুসরাত ফারিয়ার সঙ্গে একই ছবিতে কাজ করার স্মৃতিচারণ করে তিনি বলেন, "এটা দুঃখজনক। এখন উনি অভিনয় করার জন্য বন্দী হয়েছেন নাকি অন্য কোন কারণে সেটা এখনো আমাদের কাছে পরিষ্কার না। তবে শুধুমাত্র যদি অভিনয় করার কারণে উনি বন্দী হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের শিল্পীদের জন্য লজ্জার এবং কষ্টের।"

সিনিয়র শিল্পী হিসেবে এই ঘটনার প্রতিবাদ করবেন কিনা, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ফজলুর রহমান বাবু এমন মন্তব্য করেন যা শিল্পী সমাজের ভেতরের চাপা উদ্বেগ প্রকাশ করে। তিনি বলেন, "যদি খুব পরিষ্কার করে বলি তাহলে আমরা নিজেরাও বিপদে আছি।"

সাম্প্রতিক সময়ে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার এবং অন্যান্য শিল্পীদের জুলাই আগস্টের ঘটনায় মামলায় জড়ানোর ঘটনা চলচ্চিত্রাঙ্গনে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। বাসা থেকে ধরে আনা হয়েছিল হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে। পরে ডিবি কার্যালয় থেকে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়। ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয় দেশের অন্যতম জনপ্রিয় ফোক সঙ্গীত শিল্পী মমতাজকে। তিনি অবশ্য আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন। এদিকে থাইল্যান্ড যাচ্ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বিমানবন্দরে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা রয়েছে। যদিও তার আইনজীবী দাবি করেছেন, মামলায় ঘটনার দিন নায়িকা কানাডায় অবস্থান করছিলেন তাকে আসামি করা হয়েছে। এছাড়া চলচ্চিত্র ও শোবিজ অঙ্গনের অনেকেই মামলার আসামি হয়েছেন।

Share this news on:

সর্বশেষ

img
দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী May 20, 2025
ভারতের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিলো পাকিস্তান May 20, 2025
img
জামালপুরে অনুমোদনহীন দুই ইট ভাটা উচ্ছেদ, জরিমানা ২ লাখ May 20, 2025
img
এআই থেকে ডেটা সুরক্ষার উপায় May 20, 2025
img
হোয়াইট হাউসে কম থাকছেন মেলানিয়া, কারণ কি? May 20, 2025
img
বাণিজ্য বৈষম্য কমাতে যুক্তরাষ্ট্রকে শুল্ক ছাড়ের প্রতিশ্রুতি May 20, 2025
img
অনভিজ্ঞ অভিনেতায় ভরে গিয়েছে ইন্ডাস্ট্রি: নওয়াজউদ্দিন সিদ্দিকি May 20, 2025
img
নুসরাত ফারিয়ার পাশে দাঁড়ালেন বাঁধন May 20, 2025
img
যে কোনো হার মেনে নেওয়া কঠিন: লিটন May 20, 2025
img
দীর্ঘক্ষণ ফোনালাপ ট্রাম্প-পুতিনের, শান্তিচুক্তিতে প্রস্তুত রাশিয়া May 20, 2025
img
এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদির May 20, 2025
img
হায়দরাবাদের কাছে হেরে প্লে-অফ থেকে বিদায় নিল লখনৌ May 20, 2025
img
ভুয়া টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালাল বিমানবন্দরে একজন আটক May 20, 2025
img
চেল্লাখালি নদীর পানি বিপদসীমার ওপরে, শেরপুরে বন্যার আশঙ্কা May 20, 2025
img
বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বৃহস্পতিবার পর্যন্ত: আবহাওয়া অধিদপ্তর May 20, 2025
img
রোনালদো জুনিয়রের জোড়া গোলে চ্যাম্পিয়ন পর্তুগাল May 20, 2025
img
কারওয়ান বাজারে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত May 20, 2025
img
'যে পরিমাণ দুর্নীতি হয়েছে, সে টাকায় পুরো দেশ স্বর্ণে লেপা যেত' May 20, 2025
ইশরাককে শপথ না করালে আন্দোলন অন্য পথে যাবে: সালাহউদ্দিন May 20, 2025
img
বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম May 20, 2025