এবারও হাট কাঁপাতে আসছে ‘মানিক’

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়নের ভেঙ্গুলিয়া গ্রামের হামিদা আক্তারের বিশাল আকৃতির ষাঁড় মানিকসহ তার খামারে ৮টি গরু রয়েছে। গত ৫ বছর ধরে মানিক নামের গরুটি বিক্রির জন্য ক্রেতা খুঁজছেন হামিদা।

মানিকের বয়স ৯ বছর। তার পছন্দের খাবার হলো কলা। ঈদুল আজহার সময় ঘনিয়ে এলেই মানিকের নামটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েক বছর ধরেই সরগরম হয়ে উঠে। এ বছরও পবিত্র ঈদুল আজহার হাট কাঁপানোর জন্য প্রস্তুত বিশাল আকৃতির মানিক।

হামিদা আক্তারের মা বছরখানেক আগে মারা গেছে। বৃদ্ধা বাবা এবং ছোট বোনকে নিয়ে হামিদার সংসার। তারা তিন বোন, মেজো বোনটির বিয়ে হয়েছে।

হামিদা আক্তার জানান, প্রতিদিন ষাঁড়টির জন্য খরচ মেটাতে তার হিমশিম খেতে হচ্ছে । ষাঁড় গরুটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন। দূর-দূরান্ত থেকে ফোন কল আসছে হামিদার কাছে। কত টাকা হলে বিক্রি করবেন তা নিয়ে ফোনে চলে আলোচনা। ষাঁড় গরুটির ওজন প্রায় ২ হাজার কেজির ওপরে ।

গত ঈদুল আজহার সময় হামিদা তার মানিককে ১৫ লাখ টাকায় বিক্রি করতে চেয়ে ছিলেন। পরে কিছু কারণে বিক্রি হয়নি। এ বছর মানিকের দাম হাকাচ্ছি প্রায় ২০ লাখ টাকা। তবে আলোচনার সাপেক্ষে মানিকের দাম কম বেশি হতে পারে বলে জানা যায় ।

এদিকে মানিককে গোসল করাতে হয় সাবান এবং শ্যাম্পু দিয়ে। সময়মতো খাবার দিতে হয়। খাবার না দিলেই তার পাগলামি শুরু। তার খাবারের মধ্য রয়েছে বুট এবং ভুসি। এছাড়া রাতের খাবার তার জন্য রাখা হয় কলা।
স্থানীয় রাসেল মিয়া বলেন, গত পাঁচ বছর ধরে কোরবানির হাট কাঁপাচ্ছে প্রায় ৬০ মণ ওজনের মানিক। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ষাঁড়টি (মানিক) বিক্রি করতে পারছে না হামিদা আক্তার।

চাকরির পেছনে না ঘুরে নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে এই বিশালদেহী ওজনের ষাঁড় গরুটি লালন পালন করছেন হামিদা। এই বিশালদেহী ষাঁড় গরুটির সঙ্গে রয়েছে আরও ৭টি গরু। এর মধ্যে বিশাল ষাঁড় গরু বিক্রির পাশাপাশি আরও দুটি গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন তিনি। এছাড়া পালে রয়েছে দুটি বকনা গরুসহ দুটি দুধের গরু।

ভেঙ্গুলিয়া গ্রামের রফিক, সালাম, শফিক জানান, এই গ্রামে একজন নারী উদ্যোক্তা হামিদা আক্তার তিনি কয়েকটি গরু লালন পালন করছেন। এরমধ্যে বিশাল আকৃতির একটি ষাঁড় নাম রাখা হয়েছে মানিক। সেই ষাঁড়টি বেশ কয়েক বছর ধরে বিক্রির জন্য ক্রেতা খুঁজছেন। উপযুক্ত দাম না পাওয়ায় ষাঁড়টি বিক্রি করতে পারছেন না। উপযুক্ত দামে বিক্রি করতে পারলে হামিদা আক্তার একজন সফল উদ্যোক্তা হতে পারত। তার স্বপ্ন এই ষাঁড়টি বিক্রি করে একটি খামার গড়ে তুলবেন।

এবিষয়ে হামিদা আক্তার বলেন, রাতে যখন ঘুমিয়ে পড়ি ঘুম থেকে জেগে উঠে তাকে বারবার দেখতে হয়। সে কিভাবে ঘুমাচ্ছেন। কিভাবে শুয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে, ফ্যান চলছে কিনা, নিচে ময়লা জমেছে কিনা, সে ব্যাপারে সব সময় খেয়াল রাখতে হয়। একদিন এই মানিককে বিক্রি করে দেব। সেদিন মনে পড়বে এই মানিকের কথা। মানিককে যেভাবে আদর স্নেহ দিয়ে লালন-পালন করছি সেটি ভোলার মত নয়। খাওয়া-দাওয়া একটু কষ্ট হলেই মানিক অস্থির হয়ে ওঠে। আর তখনই তার সামনে কলা ধরি। সে কলা পেলে শান্ত হয়ে যায়।

তিনি আরও বলেন, মানিককে লালন-পালনের পেছনে প্রতিদিন প্রায় দুই হাজার টাকা খরচ হয়। এই খরচ জোটাতে তার পক্ষে হিমশিম খেতে হয়।

ভালো মুনাফার আশায় মানিক, রতনসহ কয়েকটি গরু লালন-পালন করেন। এর মধ্যে মানিকের জুটি ছিল রতনসহ আরও কয়েকটি সেগুলো বিক্রি করেছি। কিন্তু মানিককে বিক্রি করতে পারেনি। 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি May 20, 2025
img
দেশে স্টারলিংকের যাত্রা শুরু হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন May 20, 2025
img
এনবিআর দুই বিভাগে ভাগ করাই থাকবে : অর্থ উপদেষ্টা May 20, 2025
img
দুদকের তলবে সাড়া দিলেন না স্বাস্থ্য উপদেষ্টার দুই পিও তুহিন ও মাহমুদুল May 20, 2025
img
'মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম', কারামুক্ত হওয়ার পর নুসরাত ফারিয়া May 20, 2025
ডায়াবেটিসের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য! May 20, 2025
img
সারা দেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৬০৫ জন May 20, 2025
img
রানি মুখার্জিকে ফিরিয়ে দিয়েছিলেন আমির, কারণ কী? May 20, 2025
img
অবশেষে গেজেটেড হলেন ৪৩তম বিসিএসের ১৬২ জন May 20, 2025
নবীজীর শিক্ষাদানের ৫টি কৌশল | ইসলামিক টিপস May 20, 2025
বিয়ের প্রলোভনে ৭ মাস, আবারো ধরা পড়লেন নোবেল May 20, 2025
গোল্ডেন টেম্পলে হামলাঃ নতুন সংকটে ভারত-পাকিস্তান! May 20, 2025
বিএনপিপন্থি মুক্তিযোদ্ধা দলের সভাপতি আ. লীগ নেতা! May 20, 2025
img
লুটপাট চূড়ান্ত করতে ইশরাককে মেয়র পদে বসতে দিচ্ছে না : দুদু May 20, 2025
img
নাটোরে আম পাড়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ May 20, 2025
img
সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেয়া হবে: রাকিব May 20, 2025
মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা অর্থ উপদেষ্টার May 20, 2025
img
প্রকাশ্যে এল ‘টগর’-এর প্রথম পোস্টার May 20, 2025
img
বাবরের পাশে দাঁড়ালেন শেহজাদ May 20, 2025
img
সংস্কার ও নির্বাচন মুখোমুখি করা অপরাধ : নজরুল ইসলাম খান May 20, 2025