পাক সেনা অভিযানে নিহত ১২ ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী’

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযানের সময় হওয়া সংঘর্ষে কমপক্ষে ১২ ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী’ নিহত হয়েছে।

অন্যদিকে সংঘর্ষে দুজন সেনা সদস্যও নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়া (কেপি) এবং বেলুচিস্তানে চালানো পৃথক অভিযানে ‘ভারতীয় মদতপুষ্ট’ সন্ত্রাসী সংগঠনের ১২ সদস্যকে হত্যা করা হয়েছে। এসময় দেশটির দুই সেনা সদস্যও প্রাণ হারান।

আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়, শনিবার ও রোববার পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)-এর বিরুদ্ধে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

দ্য ডন বলছে, প্রথম অভিযানটি চালানো হয় লাক্কি মারওয়াত জেলায়। সেখানে সেনারা পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করে, যাদের আইএসপিআর “ভারতীয় মদতপুষ্ট” বলে উল্লেখ করেছে। এরপর বান্নু জেলায় আরেকটি অভিযানে আরও দুইজন সন্ত্রাসীকে হত্যা করা হয়।

তৃতীয় সংঘর্ষ হয় উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী এলাকায়। সেখানে সেনাবাহিনীর একটি গাড়ি বহরকে লক্ষ্য করে সন্ত্রাসীরা হামলা চালায়। সেনারা পাল্টা জবাব দিয়ে দুই সন্ত্রাসীকে হত্যা করে। তবে এই ঘটনায় শহীদ হন পাকিস্তান সেনাবাহিনীর দুই সদস্য— সিপাহি ফারহাদ আলী তুরি (২৯) তিনি কুররাম জেলার বাসিন্দা। আর ল্যান্স নায়েক সাবির আফ্রিদি (৩২)। তিনি কোহাট জেলার বাসিন্দা।

আইএসপিআর জানিয়েছে, এইসব অঞ্চলে আরও সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে—এজন্য এলাকায় ‘স্যানিটাইজেশন অপারেশন’ চলছে।

এছাড়া বেলুচিস্তানের আওয়ারান জেলার গিশকুর এলাকায় প্রথম সংঘর্ষে “ভারতীয় মদতপুষ্ট” ইউনুস নামে এক সন্ত্রাসী নিহত হয় এবং আরও দুইজন আহত হয়। পরে কেচ জেলার তুরবাত শহরে দ্বিতীয় অভিযানে দুইজন সন্ত্রাসী—রিং লিডার সাবর উল্লাহ এবং আমজাদ ওরফে বিচ্চু—নিহত হয়।

সেনারা ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করে। নিহতরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে হামলা ও সাধারণ নাগরিকদের হত্যায় জড়িত ছিল বলে দাবি করা হয়েছে।

আইএসপিআর বলেছে, বেলুচিস্তানে শান্তি ও স্থিতিশীলতা নস্যাৎ করতে ভারতের পক্ষ থেকে যেসব ষড়যন্ত্র চলছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও জনগণ তা ব্যর্থ করে দেবে।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

এক পরিবারের তিন ভাই তিন দলে! যা বললেন ইসলামি আন্দোলন চট্টগ্রামের এই নেতা! May 20, 2025
img
কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী May 20, 2025
img
বদলে গিয়ে রাজের প্রথম হিন্দি সিরিজের নাম ‘তু দিল মে ধাড়কান’ May 20, 2025
কার কাছে কাবার চাবি | ইসলামিক জ্ঞান May 20, 2025
আব্দুল্লাহ কে জ-ই করার কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন May 20, 2025
একজন গোয়েন্দা সাহাবীর গল্প | ইসলামিক জ্ঞান May 20, 2025
সান্ডার মাংস খাওয়া নিয়ে নবীজি (সা.) কী বলেছিলেন? May 20, 2025
প্রাণনাশের হুমকি পাচ্ছেন মিষ্টি জান্নাত May 20, 2025
নজরুল কনসার্ট মাতাবে ১০ ব্যান্ড May 20, 2025
আদালতের কাঠগড়ায় যেসব নায়িকারা! May 20, 2025
আগে জিততে শিখতে হবে তারপর খেলা শিখতে হবে: বাবুল আক্তার May 20, 2025
রেকর্ড রান করেও পুঁচকে আমিরাতের কাছে ধরাশায়ী টাইগাররা May 20, 2025
রংপুরে অতিরিক্ত প্রায় ৬ লাখ কোরবানির পশু May 20, 2025
img
পরিবেশ উপদেষ্টার সঙ্গে নরওয়ের স্টেট সেক্রেটারির বৈঠক May 20, 2025
আর নয় ইসরায়েল!’ ট্রাম্পের ঝড় তোলা মন্তব্য! May 20, 2025
img
আসন্ন ঈদুল আজহার ছুটিতেও খোলা থাকবে সব কাস্টম হাউস May 20, 2025
img
জিয়া খানের মৃত্যুর এক মাস আগে যা ঘটেছিল? May 20, 2025
বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মাছির চাষ May 20, 2025
জয়শঙ্করকে ‘ভারতের জন্য হুমকি’ বললেন রাহুল গান্ধী! May 20, 2025
‘এয়ার ট্যাক্সি’ বদলে দেবে যুক্তরাজ্যের যোগাযোগব্যবস্থা May 20, 2025