মুজিব সিনেমায় আরও যারা অভিনয় করেছিলেন

মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা মামলার আসামি অভিনেত্রী নুসরাত। গত রবিবার তিনি থাইল্যান্ডে যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে গতকাল আদালত তাকে কারাগারে পাঠান।

শেখ মুজিবুর রহমানের বায়োপিকধর্মী ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি ২০২৩ সালের ১৩ অক্টোবর এ দেশে মুক্তি পায়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রযোজিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতের চলচ্চিত্রনির্মাতা প্রয়াত শ্যাম বেনেগাল।

এ চলচ্চিত্রে শেখ মুজিবুর রহমানের পরিবারের অন্য সদস্য ও অন্যান্য চরিত্রে আরও যারা অভিনয় করেন তারা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চরিত্রে আরিফিন শুভ, তরুণ শেখ মুজিবুর রহমান চরিত্রে দিব্য জ্যোতি, রেণু (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, তরুণী রেণু চরিত্রে প্রার্থনা ফারদিন দীঘি, কিশোরী শেখ হাসিনা চরিত্রে ওয়ানিয়া জারিন আনভিতা (৮ থেকে ১২ বছর), শেখ রেহানা চরিত্রে সাবিলা নূর, কিশোরী শেখ রেহানা চরিত্রে সামান্তা রহমান, শেখ কামাল চরিত্রে কামরুল হাসান, কিশোর শেখ কামাল চরিত্রে ইশরাক তূর্য (৮ থেকে ১২ বছর), শিশু শেখ কামাল চরিত্রে তৌহিদ (৫ বছর), শেখ জামাল চরিত্রে শরীফ সিরাজ, বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফুর রহমান চরিত্রে খায়রুল আলম সবুজ (৬৫ থেকে ৯৪ বছর), বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফুর রহমান চরিত্রে চঞ্চল চৌধুরী (৪৫ থেকে ৬৫ বছর), বঙ্গবন্ধুর মাতা সায়েরা খাতুন চরিত্রে দিলারা জামান, বঙ্গবন্ধুর মাতা সায়েরা খাতুন (তরুণী) চরিত্রে সঙ্গীতা চৌধুরী, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ, সৈয়দ নজরুল ইসলাম চরিত্রে দেওয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম সায়েম সামাদ, কামারুজ্জামান চরিত্রে সমু চৌধুরী, মনসুর আলী চরিত্রে খলিলুর রহমান কাদেরি, শামসুল হক চরিত্রে সিয়াম, এ কে ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু, মোহনদাস করমচাঁদ গান্ধী চরিত্রে দীপক আন্তানি, মুহাম্মদ আলী জিন্নাহ চরিত্রে রাহুল সিং।

খন্দকার মোশতাক আহমেদ চরিত্রে ফজলুর রহমান বাবু, আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, আবু সাঈদ চৌধুরী চরিত্রে জিয়াউল হাসান কিসলু, আবদুল হামিদ চরিত্রে গাজী রাকায়েত, এম এ ওয়াজেদ মিয়া চরিত্রে গায়স উদ্দিন শেখ, মানিক মিয়া চরিত্রে তুষার খান, ইয়াহিয়া খান চরিত্রে অনুপ পুরী, জুলফিকার আলী ভুট্টো চরিত্রে রজিত কাপুর, পাকিস্তানি সেনা অফিসারের ভূমিকায় শতাব্দী ওয়াদুদ, পায়েন্দা খান চরিত্রে রাজন মোদি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে তৌকীর আহমেদ, আক্তার চরিত্রে আনজুম খান, মেজর জেনারেল ওসমানী চরিত্রে অভিজিৎ সেনগুপ্ত, জেনারেল আইয়ুব খান চরিত্রে রাজু সরকার, প্রবীণ নারীর ভূমিকায় রোকেয়া প্রাচী, এ এফ এম মহিতুল ইসলাম চরিত্রে স্বপন ভট্টাচার্য্য, জেলার চরিত্রে আজাদ আবুল কালাম, সুলতানা কামাল খুকি চরিত্রে নাজিবা বাশার, জেনারেল টিক্কা খান চরিত্রে জায়েদ খান, মহিউদ্দিন আহমেদ চরিত্রে আশিউল ইসলাম, জিয়াউর রহমান চরিত্রে এ কে আজাদ সেতু, তাহেরউদ্দিন ঠাকুর চরিত্রে কামরুল হাসান, বজলুল হুদা চরিত্রে চন্দ্র শেখর দত্ত, খালেদা জিয়া চরিত্রে এলিনা শাম্মী, তোফায়েল আহমেদ চরিত্রে সাব্বির হোসেন অভিনয় করেন।

উল্লেখ্য, পতিত আওয়ামী লীগ সরকার মুজিববর্ষ উপলক্ষে এ চলচ্চিত্র নির্মাণ করে। এ চলচ্চিত্র নির্মাণে ব্যয় ৮৩ কোটি টাকা। বাংলাদেশ মোট অর্থের ৫০ কোটি ও ভারত ৩৩ কোটি টাকা দিয়েছে। আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও জায়েদ খান এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য মাত্র ১ টাকা পারিশ্রমিক হিসেবে নিয়েছেন।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
স্ত্রীর সঙ্গে মীমাংসার জন্য থানায় গেলে নোবেলকে গ্রেফতার করা হয়: আইনজীবী May 20, 2025
img
ইশরাকের শপথ ইস্যুতে রিটের আদেশ বুধবার May 20, 2025
img
বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন দুদুর বক্ত্যবের সমালোচনা করে সারজসি May 20, 2025
img
মৌলভীবাজার সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক May 20, 2025
img
বাশারের অনুরোধেও ঘোড়া উপহার নেননি সেই মনু মিয়া May 20, 2025
বাবাকে সঙ্গে নিয়ে অনুশীলনে তাসকিন; বাবার সামনেই করলেন একের পর এক বোল্ড! May 20, 2025
img
এমন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না: দুদু May 20, 2025
এক পরিবারের তিন ভাই তিন দলে! যা বললেন ইসলামি আন্দোলন চট্টগ্রামের এই নেতা! May 20, 2025
img
কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী May 20, 2025
img
বদলে গিয়ে রাজের প্রথম হিন্দি সিরিজের নাম ‘তু দিল মে ধাড়কান’ May 20, 2025
কার কাছে কাবার চাবি | ইসলামিক জ্ঞান May 20, 2025
আব্দুল্লাহ কে জ-ই করার কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন May 20, 2025
একজন গোয়েন্দা সাহাবীর গল্প | ইসলামিক জ্ঞান May 20, 2025
সান্ডার মাংস খাওয়া নিয়ে নবীজি (সা.) কী বলেছিলেন? May 20, 2025
প্রাণনাশের হুমকি পাচ্ছেন মিষ্টি জান্নাত May 20, 2025
নজরুল কনসার্ট মাতাবে ১০ ব্যান্ড May 20, 2025
আদালতের কাঠগড়ায় যেসব নায়িকারা! May 20, 2025
আগে জিততে শিখতে হবে তারপর খেলা শিখতে হবে: বাবুল আক্তার May 20, 2025
রেকর্ড রান করেও পুঁচকে আমিরাতের কাছে ধরাশায়ী টাইগাররা May 20, 2025
রংপুরে অতিরিক্ত প্রায় ৬ লাখ কোরবানির পশু May 20, 2025