পাকিস্তানের পক্ষ নেওয়ায় ভারতে তুরস্কের পণ্য বয়কট

কাশ্মীর হামলা ইস্যুতে শুরু হওয়া যুদ্ধে পাকিস্তানের পক্ষ নেওয়ায় তুরস্কের বিভিন্ন পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতীয়রা। দেশটিতে মুদি দোকান থেকে শুরু করে বড় অনলাইন ফ্যাশন প্ল্যাটফর্মে তুর্কি পণ্য বয়কট কর্মসূচি পালিত হচ্ছে।

সোমবার (১৯ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার জেরে ভারতের ছোট মুদি দোকান থেকে শুরু করে বড় অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতারা তুর্কি পণ্য বয়কট করছে। এই বয়কটের তালিকায় রয়েছে চকলেট, কফি, জ্যাম, প্রসাধনী এবং পোশাক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোর পর এই উত্তেজনা তীব্র হয়েছে।

ভারতে ১৩ মিলিয়ন ছোট মুদি দোকানে পণ্য সরবরাহ করে অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটর ফেডারেশন (এআইসিপিডিএফ)। সোমবার তারা ঘোষণা করেছে যে তারা তুর্কি উৎপত্তির সকল পণ্যের উপর ‘অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বয়কট’ শুরু করছে। এই বয়কট চকলেট, ওয়েফার, জ্যাম, বিস্কুট এবং ত্বকের যত্নের পণ্যগুলোর উপর প্রভাব ফেলবে।

ভারতের শীর্ষস্থানীয় ফ্যাশন ওয়েবসাইটগুলো, যেমন ওয়ালমার্ট-সমর্থিত ফ্লিপকার্ট এবং ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্সের মালিকানাধীন সাইটগুলো, তুর্কি পোশাক ব্র্যান্ডগুলোর তালিকা সরিয়ে ফেলেছে। ফ্লিপকার্টের ফ্যাশন ওয়েবসাইট মিনত্রা তুর্কি ব্র্যান্ড ট্রেন্ডিওল, এলসি ওয়াইকিকি এবং মাভি-এর তালিকা সরিয়ে ফেলেছে।

একটি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত ‘জাতীয় স্বার্থে’ নেওয়া হয়েছে। রিলায়েন্সের ফ্যাশন ওয়েবসাইট এজিও-তেও ট্রেন্ডিওল, কোটন এবং এলসি ওয়াইকিকির মতো ব্র্যান্ডগুলো সরিয়ে ফেলা হয়েছে বা সেগুলোর অনেক পণ্য ‘স্টক নেই’ হিসেবে দেখানো হচ্ছে। এই পদক্ষেপের পেছনে ‘জাতীয় অনুভূতি’ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তুরস্কের সঙ্গে ভারতের বার্ষিক বাণিজ্যিক লেনদেন প্রায় ২ দশমিক ৭ বিলিয়ন ডলার হলেও, পণ্যের এই বয়কট জনমনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গত বছরে ভারত তুরস্ক থেকে প্রায় ৮১ মিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুকভিন্দর সিং সুখু ইতোমধ্যে তুরস্ক থেকে আপেল আমদানির ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, তুরস্ক থেকে প্রতি বছর প্রায় ৬০ মিলিয়ন ডলারের আপেল আমদানি করে ভারত।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লিপকার্ট সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা তুরস্কের জন্য ফ্লাইট, হোটেল এবং হলিডে প্যাকেজ বুকিং স্থগিত রেখেছে। ‘জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রতি সংহতির’ অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, তুরস্কভিত্তিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ফার্ম চেলেবি-এর নিরাপত্তা অনুমোদন বাতিল করেছে ভারত সরকার এবং অনেকে তুরস্ক ভ্রমণ বাতিল করছেন। এয়ার ইন্ডিয়া তুর্কি এয়ারলাইন্সের সঙ্গে ইন্ডিগোর অংশীদারিত্ব বন্ধ করতে লবিং চালাচ্ছে বলেও জানা গেছে।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
স্ত্রীর সঙ্গে মীমাংসার জন্য থানায় গেলে নোবেলকে গ্রেফতার করা হয়: আইনজীবী May 20, 2025
img
ইশরাকের শপথ ইস্যুতে রিটের আদেশ বুধবার May 20, 2025
img
বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন দুদুর বক্ত্যবের সমালোচনা করে সারজসি May 20, 2025
img
মৌলভীবাজার সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক May 20, 2025
img
বাশারের অনুরোধেও ঘোড়া উপহার নেননি সেই মনু মিয়া May 20, 2025
বাবাকে সঙ্গে নিয়ে অনুশীলনে তাসকিন; বাবার সামনেই করলেন একের পর এক বোল্ড! May 20, 2025
img
এমন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না: দুদু May 20, 2025
এক পরিবারের তিন ভাই তিন দলে! যা বললেন ইসলামি আন্দোলন চট্টগ্রামের এই নেতা! May 20, 2025
img
কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী May 20, 2025
img
বদলে গিয়ে রাজের প্রথম হিন্দি সিরিজের নাম ‘তু দিল মে ধাড়কান’ May 20, 2025
কার কাছে কাবার চাবি | ইসলামিক জ্ঞান May 20, 2025
আব্দুল্লাহ কে জ-ই করার কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন May 20, 2025
একজন গোয়েন্দা সাহাবীর গল্প | ইসলামিক জ্ঞান May 20, 2025
সান্ডার মাংস খাওয়া নিয়ে নবীজি (সা.) কী বলেছিলেন? May 20, 2025
প্রাণনাশের হুমকি পাচ্ছেন মিষ্টি জান্নাত May 20, 2025
নজরুল কনসার্ট মাতাবে ১০ ব্যান্ড May 20, 2025
আদালতের কাঠগড়ায় যেসব নায়িকারা! May 20, 2025
আগে জিততে শিখতে হবে তারপর খেলা শিখতে হবে: বাবুল আক্তার May 20, 2025
রেকর্ড রান করেও পুঁচকে আমিরাতের কাছে ধরাশায়ী টাইগাররা May 20, 2025
রংপুরে অতিরিক্ত প্রায় ৬ লাখ কোরবানির পশু May 20, 2025