জাতীয় দলে খুব একটা নিয়মিত নন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে বলতে গেলে আস্থার প্রতীক। ভারতের ক্রিকেটে এমন মুখ একেবারেই কম না। ওয়াসিম জাফরের মতো অনেকেই ক্যারিয়ারের প্রায় পুরোটা পার করেছেন ঘরোয়া ক্রিকেটেই। তেমনই আরেক মুখ হার্শাল প্যাটেল।
জাতীয় দলে খুব বড় ক্যারিয়ার না হলেও আইপিএলে কিংবা ভারতের ঘরোয়া ক্রিকেটে আস্থার নাম হার্শাল প্যাটেল। ফাস্ট বোলার হিসেবে দুবার আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপ পেয়েছিলেন তিনি। ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৩২টি এবং ২০২৪ সালে পাঞ্জাব কিংসের হয়ে ২৪টি উইকেট নিয়ে জিতেছেন স্বীকৃতি।
দারুণ ধারাবাহিক এই পেসার গতকাল আইপিএলে রীতিমত রেকর্ডবুকই পালটে ফেলেছেন। সেখানে ভেঙেছেন আইপিএল কিংবদন্তি লাসিথ মালিঙ্গার কীর্তিকে। আইপিএলের ইতিহাসে দ্রুততম বোলার হিসাবে ১৫০টি উইকেট পূর্ণ করলেন সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার। লখনৌ ইনিংসের ১৬তম ওভারে এডেন মার্করামকে আউট করে ১৫০ উইকেটের মাইলফলকে পৌঁছান হার্শাল।
হার্শাল প্যাটেলের এই কীর্তিটা অবশ্য বলের হিসেবে। শ্রীলঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গা আইপিএলে ১৫০ উইকেট পেতে বল করেছিলেন ২ হাজার ৪৪৪টি। আর হার্শাল ২ হাজার ৩৮১তম বলে পেলেন ১৫০তম উইকেট। তিনে থাকা যুজবেন্দ্র চাহাল ১৫০তম উইকেট পূর্ণ করেছিলেন ২ হাজার ৫৪৩তম বলে।
ইনিংসের বিচারে অবশ্য লাসিথ মালিঙ্গাই এখন পর্যন্ত শীর্ষে। ১০৫ ইনিংসে বল করে ১৫০ উইকেট পেয়েছিলেন তিনি। ১১৪ ইনিংস সময় লেগেছে হার্শালের। আর যুজবেন্দ্র চাহাল ১৫০ উইকেট পেয়েছিলেন ১১৭ ইনিংস বল করে।
৩৪ বছরের হার্শাল উইকেট পিছু খরচ করেছেন ২৩.৪৬ রান। সোমবারের ম্যাচে ৪ ওভার বল করে ৪৯ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। এ মরসুমে তার উইকেট সংখ্যা ১৫।
আরআর/এসএন