জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’র নির্মাতা কাজল আরেফিন অমি বাবা হয়েছেন। সোমবার রাত নয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। খবরটি গণমাধ্যমকে অমি নিজেই নিশ্চিত করেছেন।
বাবা হওয়ার খবর জানিয়ে অমি বলেন, আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হলাম। মা ছেলে দুজনেই সুস্থ আছে। আপনারা সবাই দোয়া করবেন।
গেল মাসে সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়েছিলেন আমি। বলেছিলেন, আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটিয়ে দিলাম। আমাদের বেবি হবে। এখনো আমি আসলে জানি না যে ছেলে হবে, নাকি মেয়ে। ইনফ্যাক্ট, এটা জিজ্ঞেসও করিনি। যেটাই হবে, আমি চাই, আমার সুস্থ সন্তান হোক এবং আমার ওয়াইফ সুস্থ থাকুক। সবার কাছে দোয়া চাই।
এদিকে, গেল ঈদে মুক্তি পায় অমি নির্মিত ওয়েব ফিল্ম হাউ সুইট। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ, সাইদুর রহমান পাভেল প্রমুখ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টের সিজন ৫।
এসএন