আর্জেন্টাইন তারকা পারেদেস-দিবালাদের কোচ হচ্ছেন ক্লপ!

একেবারেই অপ্রত্যাশিত এক খবর শোনা গেল ফুটবলের দুনিয়াতে। বেশ কিছুদিন ধরেই আলোচনার বাইরে থাকা ইউর্গেন ক্লপ এবারে হঠাৎ করেই দলবদলের আগে ইতালিয়ান ফুটবলের আগ্রহের কেন্দ্রে। একেবারেই চমক জাগানো এক খবর হাজির হয়েছে জার্মানির এই কোচকে নিয়ে। বিরতি শেষে কোচিংয়ে ফিরতে পারেন ক্লপ, আর সম্ভাব্য ক্লাব হতে পারে ইতালির এএস রোমা।
 
ঐতিহ্যবাহী ক্লাব রোমা বেশ অনেকটা দিন ধরেই শিরোপার বাইরে। চলতি মৌসুমেও ছিল রেলিগেশন জোনের আশেপাশে। ক্লাবের দুরাবস্থায় এগিয়ে আসেন আরেক ইতালিয়ান কিংবদন্তি কোচ ক্লদিও রানিয়েরি। যার স্পর্শে অনেকটাই বদলে গিয়েছে এএস রোমার এই মৌসুমের চিত্র। নিশ্চিত করেছে পরের মৌসুমে ইউরোপিয়ান আসরে খেলার বিষয়টিও।

তবে এমন ফল এনে দিলেও ক্লাবে আর থাকতে চান না রানিয়েরি। প্রিয় ক্লাবের জন্য অবসর ভেঙেছিলেন। মৌসুম শেষে ফিরে যেতে চান সেই অবসর জীবনেই। এমন অবস্থায় লিভারপুলে সাবেক কোচ ইউর্গেন ক্লপের দিকেই হাত বাড়িয়েছে ইতালিয়ান ক্লাবটি।
 
ইতালির অন্যতম প্রাচীন এবং বিখ্যাত সংবাদপত্র লা স্তাম্পার বক্তব্য অনুযায়ী, ক্লপ ইতোমধ্যেই রোমার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। গত ১৮ তারিখে এসি মিলানের বিরুদ্ধে ম্যাচের পরপরই এই আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় বলে জানিয়েছে তারা। ক্লপকে নিয়ে এই গুঞ্জন এরইমাঝে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।
 
অবশ্য এমন ধারণা উসকে দিয়েছে রোমার মালিক ফ্রিডকিন গ্রুপ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে তারা। সেখানে রোমার পাঁচটি বিখ্যাত নিদর্শন দেখানো হয়: কলোসিয়াম (Kolosseum), ক্যাপিটোলাইন উলফ (Lupa), স্টেডিও অলিম্পিকো (Olimpico), প্যানথিয়ন (Pantheon), এবং সেন্ট পিটার্স ব্যাসিলিকা (Pietro)। এই পাঁচটি স্থানের প্রথম অক্ষর মিলিয়েই ক্লপকে রোমার ভবিষ্যত কোচ হিসেবে বিবেচনা করছেন অনেকে।

রোমায় এই মুহূর্তে অবস্থান করছেন তিন আর্জেন্টাইন তারকা। যাদের মাঝে দুজনের আছে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা। লিয়ান্দ্রো পারেদেস এবং পাওলো দিবালা দুজনেই ক্লাবের ভক্তদের কাছে ব্যাপক জনপ্রিয়। অন্যান্য ক্লাবের প্রস্তাবও তারা ফিরিয়ে দিয়েছিলেন রোমার হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাতে। এছাড়া আছেন মাতিয়াস সৌলে। আর্জেন্টিনার যেসব তরুণের ওপর ব্যাপক পরিমাণ আস্থা রাখছেন ভক্তরা, সৌলে তাদেরই একজন।

এছাড়াও ইতালিয়ান গণমাধ্যমগুলো বলছে, ক্লপকে নিয়ে রোমা বেশ বড় এক প্রজেক্টে হাত দিচ্ছে। নতুন মৌসুমে ক্লাব ছয়জন নতুন খেলোয়াড় সাইন করতে চায়। ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার, উইঙ্গারসহ– সব পজিশনেই দুর্দান্ত ভারসাম্য আনতে চায় রোমার মালিকপক্ষ।

লিভারপুলে দুর্দান্ত সাফল্যের সঙ্গে নয় বছর কাটিয়ে কোচিং থেকে সাময়িক বিরতি নেন জার্মান কোচ ইউর্গেন ক্লপ। যোগ দেন ‘রেডবুল’ গ্রুপে। সেখানকার গ্লোবাল ডিরেক্টর অব ফুটবল হিসেবে নতুন ভূমিকায় যোগ দিলেও জার্মান কোচ খুব একটা সুখকর সময় পার করেননি। প্রায়ই শোনা গিয়েছিল নতুন ভূমিকায় খুব একটা খুশি নন ক্লপ।

লিভারপুলের হয়ে ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপার দেখা পাওয়া ক্লপ কি তবে সত্যিই রোমায় যাচ্ছেন? এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না এলেও রোমা ভক্তদের মাঝে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। তাই যদি হয়, তবে ইউরোপিয়ান ফুটবলকে আবারও প্রস্তুত হতে হবে ক্লপের সেই গ্রেগেনপ্রেসিং এবং হেভি মেটাল ফুটবলের জন্য। 

এমএর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেয়া হবে: রাকিব May 20, 2025
মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা অর্থ উপদেষ্টার May 20, 2025
img
প্রকাশ্যে এল ‘টগর’-এর প্রথম পোস্টার May 20, 2025
img
বাবরের পাশে দাঁড়ালেন শেহজাদ May 20, 2025
img
সংস্কার ও নির্বাচন মুখোমুখি করা অপরাধ : নজরুল ইসলাম খান May 20, 2025
এক বছরে বেকার বেড়েছে সোয়া তিন লাখ May 20, 2025
img
'স্ত্রীর সঙ্গে মীমাংসার জন্য থানায় গেলে নোবেলকে গ্রেফতার করা হয়' May 20, 2025
img
ইশরাকের শপথ ইস্যুতে রিটের আদেশ বুধবার May 20, 2025
img
‘বিগত ১৬ বছরে একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন’ দুদুর বক্ত্যবের সমালোচনায় সারজিস May 20, 2025
img
মৌলভীবাজার সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক May 20, 2025
img
বাশারের অনুরোধেও ঘোড়া উপহার নেননি সেই মনু মিয়া May 20, 2025
বাবাকে সঙ্গে নিয়ে অনুশীলনে তাসকিন; বাবার সামনেই করলেন একের পর এক বোল্ড! May 20, 2025
img
এমন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না: দুদু May 20, 2025
এক পরিবারের তিন ভাই তিন দলে! যা বললেন ইসলামি আন্দোলন চট্টগ্রামের এই নেতা! May 20, 2025
img
কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী May 20, 2025
img
বদলে গিয়ে রাজের প্রথম হিন্দি সিরিজের নাম ‘তু দিল মে ধাড়কান’ May 20, 2025
কার কাছে কাবার চাবি | ইসলামিক জ্ঞান May 20, 2025
আব্দুল্লাহ কে জ-ই করার কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন May 20, 2025
একজন গোয়েন্দা সাহাবীর গল্প | ইসলামিক জ্ঞান May 20, 2025
সান্ডার মাংস খাওয়া নিয়ে নবীজি (সা.) কী বলেছিলেন? May 20, 2025