বর্ষার আগমনে আইপিএলের শেষ দিকের ম্যাচগুলোতে বারবারই হানা দিচ্ছে বৃষ্টি। যে কারণে নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ইনিংসে পূর্ণ ২০ ওভার করে খেলা সম্ভব হচ্ছে না।
বৃষ্টির বাধার মুখে নতুন এক নিয়মের আবির্ভাব হয়েছে আইপিএলে। পূর্ণ ২০ ওভারের খেলা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে মৌসুমের লিগ পর্বের বাকি ৯ ম্যাচে অতিরিক্ত ১২০ মিনিট সময় সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
সাধারণত অতিরিক্ত দুই ঘণ্টা সময় শুধু প্লে-অফ ম্যাচগুলোর জন্য বরাদ্দ থাকে। তবে পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার জেরে এক সপ্তাহের বেশি সময় বিরতির পর টুর্নামেন্ট আবার শুরু হলে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। যে কারণে ম্যাচগুলো সাবলীলভাবে সম্পন্ন করতে বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
বাকি ৯ ম্যাচের মধ্যে ৮টিই সন্ধ্যায় শুরু হবে। শুধু গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি বিকেলে (২৫ মে) অনুষ্ঠিত হবে।
নিয়ম অনুযায়ী, সন্ধ্যার ম্যাচগুলো স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিট এবং বিকেলের ম্যাচের জন্য বিকেল ৬ টা ৫০ মিনিটের মধ্যে শেষ করতে হয়।
অতিরিক্ত দুই ঘণ্টা সময় সংযুক্ত হওয়ায় এখন থেকে পূর্ণ ২০ ওভারের ম্যাচ বিকেলের ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে ৫টা এবং সন্ধ্যার ক্ষেত্রে রাত সাড়ে ৯ টায় শুরু করা যাবে। সর্বনিম্ন পাঁচ ওভারের ম্যাচের জন্য বিকেলের খেলায় শেষ সময় হবে সন্ধ্যা ৭ টা ৫৬ মিনিট এবং সন্ধ্যার ম্যাচের জন্য রাত ১১ টা ৫৬ মিনিট (১০ মিনিট ইনিংস বিরতিসহ)।
এখন পর্যন্ত আইপিলের চলতি আসরে তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আরও দুটি ম্যাচের ওভার কমিয়ে আনা হয়েছিল।
এছাড়া আবহাওয়া দপ্তরের ভারী বর্ষণের পূর্বাভাস পেয়ে আগামী ২৩ মে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ম্যাচটি বেঙ্গালুরুর পরিবর্তে লখনৌতে স্থানান্তর করা হয়েছে।
আরএম/এসএন