সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যানসার আক্রান্তের খবর সামনে আসার পর তার প্রতি সহানুভূতি জানিয়ে বার্তা দিয়েছেন অনেকেই। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে সমর্থনের বার্তা এসেছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাইডেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৯ মে) বিকেলে সামাজিক মাধ্যম এক্সে বাইডেন লিখেছেন, ‘ক্যানসার আমাদের সকলকে স্পর্শ করছে।’
তিনি আরও লেখেন,আপনাদের অনেকের মতো, জিল (সাবেক ফার্স্ট লেডি) এবং আমিও শিখেছি যে আমরা কঠিন পরিস্থিতিতেই সবচেয়ে শক্তিশালী। ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
গেল রোববার বাইডেনের কার্যালয় থেকে জানানো হয়, সাবেক এই প্রেসিডেন্ট প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত, যা তার হাড়েও ছড়িয়ে পড়েছে।তবে এ খবর সামনে আসার পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে বাইডেনের স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বাইডেনের ক্যানসার শনাক্তের খবরে ‘দুঃখ’ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পরে তিনি প্রশ্ন তুলেছেন, বাইডেনের দল কি তার অসুস্থতা সম্পর্কে আগে থেকেই জানত এবং জনসাধারণের কাছ থেকে খবরটি গোপন করেছিল?
সোমবার বিকেলে হোয়াইট হাউসে তিনি বলেন, ‘আমি অবাক হয়েছি যে জনসাধারণকে আগে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়নি। কারণ, ক্যানসার এই পর্যায়ে পৌঁছাতে অনেক সময় লাগে।’
তিনি আরও বলেন, ‘এটা নিয়ে আমার খুব খারাপ লাগছে। আর আমার মনে হয় মানুষের উচিত জানার চেষ্টা করা যে আসলে কী হয়েছে।’
এমএর/টিএ