আগামী ৪ জুন জার্মানির বিপক্ষে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ফিটনেসের কারণে খেলতে পারবেন বলে গুঞ্জন উঠেছিল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী তারকাকে নিয়েই জার্মানির বিপক্ষে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগাল কোচ বরার্তো মার্টিনেজ।
মার্টিনেজ বলেন, ‘ক্রিশ্চিয়ানোর ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। সে খেলতে প্রস্তুত। আমি আমাদের স্কোয়াডের মান নিয়ে খুব সন্তুষ্ট। আমাদের অনেক বিকল্প আছে। আমাদের স্কোয়াডের চারজন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলবে, যা দারুণ।’
৪০ বছর বয়সী আল নাসর তারকা রোনালদো ক্লাবের সর্বশেষ তিন ম্যাচে খেলেননি। এ কারণেই কারো কারো ধারণা, ইনজুরির বাধাতেই সৌদি প্রো লিগ ক্লাবটির হয়ে এসব ম্যাচে মাঠে নামতে পারেননি রোনালদো।
আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। কিন্তু এখনো ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেননি রোনালদো। গুঞ্জন উঠেছে, আগামী মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে যোগ দিতে পারেন পর্তুগিজ তারকা।
নেশনস লিগ জেতার আকাঙ্ক্ষা প্রকাশ করে মার্টিনেজ বলেন, ‘আমরা ইউরোপের সেরা চার দলের মধ্যে রয়েছি। অবশ্যই নেশনস লিগ জিততে চাই। একই সঙ্গে এটিকে বিশ্বকাপের (২০২৬ বিশ্বকাপ) প্রস্তুতির অংশ হিসেবে ব্যবহার করতে চাই।’
এদিকে এফসি পোর্তোর তরুণ স্ট্রাইকার রদ্রিগো মোরা পর্তুগাল জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। মোরাকে নিয়ে মার্টিনেজ বলেন, ‘সে একজন বিশেষ খেলোয়াড়। আমি তার পথচলা নিয়ে কথা বলতে চাই। আমি তাকে অনূর্ধ্ব-১৭ দলে খেলতে দেখেছি এবং সে ইতিবাচক প্রভাব ফেলেছে।’
মার্টিনেজ জানান, চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলা দারুণ উপভোগ করেছেন। ফরাসি ক্লাবটিতে বর্তমানে চারজন পর্তুগিজ খেলোয়াড় রয়েছেন- নুনো মেন্ডেস, ভিতিনহা, গনসালো রামোস এবং জোয়াও নেভেস। এরা সবাই ফাইনালের (ইন্টার মিলানের বিপক্ষে) স্কোয়াডে ডাক পেয়েছেন।
পর্তুগিজ কোচ বলেন, ‘আমি পিএসজির খেলা খুব পছন্দ করেছি, যেমন একজন ফুটবল ভক্ত উপভোগ করে। আমি সবচেয়ে বেশি যেটা উপভোগ করেছি তা হলো সেখানে পর্তুগিজ খেলোয়াড়দের উন্নতি।’
পর্তুগালের স্কোয়াড:
গোলরক্ষক:
দিয়োগো কস্তা (এফসি পোর্তো), রুই সিলভা (স্পোর্টিং সিপি), হোসে সা (ওলভস)
ডিফেন্ডার:
দিয়োগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), নেলসন সেমেদো (ওলভস), নুনো মেন্ডেস (পিএসজি), নুনো তাভারেস (লাৎসিও), গনসালো ইনাসিও (স্পোর্টিং সিপি), রুবেন দিয়াজ (ম্যানচেস্টার সিটি), আন্তোনিও সিলভা (বেনফিকা), রেনাটো ভেইগা (জুভেন্টাস)
মিডফিল্ডার:
হুয়াও পালিনহা (বায়ার্ন মিউনিখ), রুবেন নেভেস (আল হিলাল), হুয়াও নেভেস (পিএসজি), ভিতিনহা (পিএসজি), ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), পেদ্রো গঞ্জালভেস (স্পোর্টিং সিপি), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), হুয়াও ফেলিক্স (এসি মিলান)
ফরোয়ার্ড:
ফ্রান্সিসকো ত্রিঙ্কাও (স্পোর্টিং সিপি), ফ্রান্সিসকো কন্সেইসাও (জুভেন্টাস), পেদ্রো নেতো (চেলসি), রদ্রিগো মোরা (এফসি পোর্তো), রাফায়েল লেয়াও (এসি মিলান), দিয়োগো জোতা (লিভারপুল), গনসালো রামোস (পিএসজি), এবং ক্রিশ্চিয়ানো রোনালদো (আল নাসর)।
আরএম/টিএ