চাল নিয়ে মন্তব্যের জেরে জাপানের কৃষিমন্ত্রীর পদত্যাগ

পূর্ব এশিয়ার দেশ জাপানের কৃষিমন্ত্রী তাকু এতো পদত্যাগ করেছেন। সম্প্রতি চাল নিয়ে তার একটি মন্তব্য ভোটার ও আইনপ্রণেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

আজ বুধবার (২১ মে) আর এরই জেরে পদত্যাগ করেন তিনি।

মূলত মন্ত্রীর পদে থেকে তার ওই মন্তব্যে ভোটার ও আইনপ্রণেতাদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার করেছে তা প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বাধীন সংকটাপন্ন সরকারের জন্য নতুন চাপ তৈরি করেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, গত সপ্তাহান্তে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৃষিমন্ত্রী তাকু এতো চাল নিয়ে ওই বিতর্কিত মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, “আমাকে কখনও চাল কিনতে হয়নি, কারণ সমর্থকেরা উপহার হিসেবে চাল দেন।”

এই মন্তব্য সামনে আসার পর থেকেই ব্যাপক সমালোচনা শুরু হয়। বর্তমানে জাপানে চালের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে—ফসলের কম ফলন এবং পর্যটন চাঙ্গা হওয়ার কারণে চাহিদা বেড়ে যাওয়াই এর পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে। ফলে এমন সময় জনগণের দুঃখ-দুর্দশা নিয়ে এতো’র মন্তব্যকে ‘সংবেদনশীলতার অভাব’ হিসেবে দেখা হচ্ছে।

পদত্যাগের সময় এতো বলেন, “চালের দাম বেড়ে যাওয়ার কারণে নাগরিকরা যেখানে কষ্ট পাচ্ছেন, সেখানে আমি খুবই অনুপযুক্ত মন্তব্য করেছি।”

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে ও অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, তাকু এতো পদত্যাগ করায় এখন সাবেক পরিবেশমন্ত্রী শিনজিরো কোইজুমি এতো’র জায়গায় নতুন কৃষিমন্ত্রী হতে পারেন।

রয়টার্স বলছে, গত এক বছরে জাপানে চালের দাম দ্বিগুণ হয়ে গেছে, যা দীর্ঘদিন ধরে মুদ্রাস্ফীতির চেয়ে দাম কমার অভ্যস্ত জনগণের জন্য বড় ধাক্কা। নাগরিকদের আয় এখনও মূল্যস্ফীতির সাথে খাপ খাচ্ছে না, ফলে দৈনন্দিন ব্যয় বাড়ছে।

পূর্ব এশিয়ার এই দেশটির সরকার চলতি বছরের মার্চ মাস থেকে জরুরি মজুত থেকে চাল বাজারে ছাড়া শুরু করলেও এতে তেমন সুফল মেলেনি।

এদিকে চাল নিয়ে বিতর্কিত মন্তব্যের পরও প্রথমে এতোকে বরখাস্ত করতে অস্বীকার করায় প্রধানমন্ত্রী ইশিবাও সমালোচনার মুখে পড়েন। বিরোধী দলগুলো তখন পার্লামেন্টে এতো’র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বলে হুঁশিয়ারি দিয়েছিল।

শেষমেষ ইশিবা এতো’র পদত্যাগপত্র গ্রহণ করে বলেন, “এই নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি”। তবে নতুন কৃষিমন্ত্রী কে হবেন, সে সিদ্ধান্ত এখনো নেননি বলেও জানান তিনি।

মূলত কৃষিমন্ত্রীর এই পদত্যাগ প্রধানমন্ত্রী ইশিবার জন্য বড় ধাক্কা, কারণ আগামী জুলাই মাসে জাপানের উচ্চকক্ষের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত আগাম নির্বাচনে তার লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জোটসঙ্গী কোমেইতো নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারায়।

গত রোববার প্রকাশিত কিওডো নিউজের এক জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী ইশিবার জনপ্রিয়তা সর্বনিম্ন ২৭.৪ শতাংশে নেমে গেছে। পাশাপাশি চালের দাম নিয়ে সরকারের পদক্ষেপে অসন্তুষ্ট বলে মত দিয়েছেন ৯০ শতাংশের কাছাকাছি ভোটার।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সেরা একাদশে নেই ইয়ামাল-এমবাপে, জায়গা চার পিএসজি তারকার May 21, 2025
img
বাহরাইনে আইওএম প্রধানের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ May 21, 2025
img
দ্রুত ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি May 21, 2025
img
হঠাৎ একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করলেন যশ-নুসরাত May 21, 2025
img
সোনারগাঁয়ে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার May 21, 2025
img
ইসি পুনর্গঠনের দাবি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: ফারুক May 21, 2025
img
পদ্মা সেতু দক্ষিণ এলাকায় খেলনা পিস্তলসহ ভুয়া র‍্যাব আটক May 21, 2025
img
৫ জুন থেকে লঞ্চে থাকবে অস্ত্রধারী আনসার: নৌ উপদেষ্টা May 21, 2025
img
২৮ মে'র মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না হলে জেলে যেতে হবে: এম সাখাওয়াত May 21, 2025
img
ইতিহাদের সামনে ডি ব্রুইনার ভাস্কর্য বসাবে ম্যানসিটি May 21, 2025
img
এক রাতে জিগাতলা-হাজারীবাগে দুই তরুণ খুনের রহস্য উদঘাটন ডিএমপির May 21, 2025
img
ইশরাকের বিষয়ে রিটের আদেশ বৃহস্পতিবার May 21, 2025
img
মুচলেকায় ৩ জনকে ছাড়ানোর বিষয়ে যা জানালেন হান্নান মাসউদ May 21, 2025
img
আন্তজার্তিক হুমকি মোকাবিলায় ট্রাম্পের বিশাল প্রতিরক্ষা প্রকল্প May 21, 2025
img
মাল‌য়ে‌শিয়া যাবেন আটকে পড়া ৮ হাজার কর্মী May 21, 2025
img
৩৬০০ কি.মি. দূরে থেকেও আঘাত হানতে পারবে ইরান! May 21, 2025
img
'অভিযোগ ভিত্তিহীন, প্রমাণিত হলে জেলে যেতে রাজি' May 21, 2025
img
মানবিক করিডোর ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা May 21, 2025
'সরকারের সবচেয়ে বড় শক্তি বিএনপি -মাসুদ কামাল' May 21, 2025
img
আগামী মাসে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে: গভর্নর May 21, 2025