ভারতের বাধা পেরিয়ে পোশাক রপ্তানি, চট্টগ্রামেই শুরু হচ্ছে এয়ার শিপমেন্ট

ভারত হঠাৎ করে বাংলাদেশের জন্য এয়ার ট্রান্সশিপমেন্ট রুট বাতিল করার পর, চট্টগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের কাছে তৈরি পোশাক পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এরইমধ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকেই এয়ার শিপমেন্ট কার্যক্রম শুরু হবে।

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭০ মেট্রিক টন পণ্য ধারণক্ষমতার দুটি ওয়ারহাউস প্রস্তুত করা হয়েছে। ২০০৫ সাল থেকে চট্টগ্রাম থেকে ইত্তেহাদ ও এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে মধ্যপ্রাচ্যে কার্গো পণ্য পাঠানো হতো। তবে করোনা মহামারিসহ বিভিন্ন কারণে ২০২১ সালে এ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ায় চট্টগ্রামসহ দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা বিপাকে পড়েন। তবে এবার নতুন করে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি এয়ার কার্গো চালুর উদ্যোগকে ব্যবসায়ীরা সম্ভাবনাময় ও স্বস্তিদায়ক হিসেবে দেখছেন।

একজন গার্মেন্টস ব্যবসায়ী জানান, “যদি চট্টগ্রাম থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয়, তাহলে আমাদের খরচ যেমন কমবে, তেমনি সময়ও বাঁচবে। আগে যেমন চট্টগ্রাম বন্দরে একদিনেই পণ্য পৌঁছানো যেত, এবার এয়ার কার্গো থেকেও একই সুবিধা পাওয়া যাবে।”

বর্তমানে চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড, কোরিয়ান ইপিজেডসহ নগরীর বিভিন্ন স্থানে ৪০০-র বেশি গার্মেন্টস কারখানা রয়েছে। কিন্তু এতদিন চট্টগ্রাম এয়ার শিপমেন্টে পিছিয়ে ছিল। এখন এই সুযোগ চালু হলে এসব কারখানার রপ্তানি কার্যক্রম আরও গতি পাবে।

চট্টগ্রাম বিমানবন্দরে ১৭০ থেকে ১২০ মেট্রিক টন পণ্য ধারণক্ষমতাসম্পন্ন দুটি ওয়ারহাউস খালি করা হয়েছে এবং সেগুলোর পরীক্ষা-নিরীক্ষা চলছে। ইউরোপে পণ্য রপ্তানির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, যেমন ইইউ অনুমোদিত R3 জোন সিকিউরিটি প্রোটোকল চালুর কাজ চলছে, যা বাস্তবায়নে তিন থেকে চার মাস সময় লাগবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বর্তমানে যাত্রীবাহী বিমানে করে সীমিত পরিসরে পণ্য পাঠানো হলেও এবার বিশেষায়িত কার্গো ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। কাস্টমস কর্তৃপক্ষ ইতোমধ্যে ম্যানপাওয়ার ও ইন্সপেকশন টিম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি বিমানবন্দরে কার্গো রিসিভার সম্প্রসারণ, নতুন শেড নির্মাণ, কোল্ড স্টোরেজ মেরামত, দুটি ডুয়েল ডিও স্ক্যানিং মেশিন ও ওয়াকথ্রু মেটাল ডিটেক্টর বসানোসহ অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে।

এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে চট্টগ্রামের রপ্তানিকারকরা বড় পরিসরে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আইপিএলে বিরতি নিয়ে অন্য খেলায় মজেছেন বিরাট-অনুষ্কা May 22, 2025
img
টাঙ্গাইলে শেখ হাসিনার নামে মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার May 22, 2025
ডিজিটাল দুনিয়া থেকে বিরতি চান ব্রিটিশ তরুণ প্রজন্ম May 22, 2025
img
আত্রাই নদীর বাঁধ ভাঙায় বাংলাদেশকে দোষারোপ করে যা বললেন মমতা ব্যানার্জী May 22, 2025
img
দ্রাবিড়কে ‘সাধনা’র গল্প শোনাল বৈভব May 22, 2025
img
পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম May 22, 2025
img
নাহিদ ইসলামের প্রশংসা করলেন ইশরাক হোসেন May 22, 2025
img
আরও এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করল ভারত May 22, 2025
img
মুন্সীগঞ্জে লঞ্চে দুই তরুণীকে মারধোর : সেই যুবকের জামিন নামঞ্জুর May 22, 2025
কেন আন্দোলনে পল্লী বিদ্যুতের কর্মচারীরা? May 22, 2025
ঈদে মেয়ের জন্য একরকম বাজেট ছেলের জন্য আরেক রকম May 22, 2025
img
'বিচার বিভাগের প্রধান জায়গাগুলো বিএনপি'র দখলে থাকায় জুলাই গণহত্যার বিচার অনিশ্চিত' May 22, 2025
img
সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী কখনও যুক্ত হবে না: সেনাপ্রধান May 22, 2025
img
ছাত্রদলের ১৪ নেতার সাংগঠনিক পদ স্থগিত May 22, 2025
img
আমিরাতের কাছে লজ্জার সিরিজ হার বাংলাদেশের May 22, 2025
img
দাবি না মানা পর্যন্ত এখানে অবস্থান করবো: ইশরাক May 22, 2025
বিশ্বের সবচেয়ে বড় অভিশপ্ত বই শয়তানের বাইবেল May 22, 2025
চীন আবারও প্রযুক্তির দুনিয়ায় চমক দেখিয়েছে May 22, 2025
ট্রান্সজেন্ডারদের কেউ ওউন করে? May 22, 2025
img
শাহবাগ-দোয়েল চত্বরের সড়ক বন্ধ থাকছে দুদিন May 22, 2025