‘বাবু রাও’ ছাড়া হেরা ফেরি হবে না, বললেন সুনীল

বলিউডের বিখ্যাত কমেডি ফ্রাঞ্চাইজি ‘হেরা ফেরি’ এখনো ফ্যান ফেভারিট। এর ফ্রাঞ্চাইজির ২য় কিস্তি অনেক আগে প্রকাশ পেলেও, ৩য় কিস্তি নিয়ে জলঘোলা হচ্ছে। কয়েক দফা ঘোষণা এলেও কোনোভাবেই সবদিক সামলে উঠতে পারছেন না মেকার্সরা। সব শঙ্কা কাটিয়ে উঠে সিনেমা তৈরির খবর যদিও এসেছিল, এরমধ্যেই অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা পারেশ রওয়াল ঘোষণা দিলেও ‘হেরা ফেরি ৩‘ সিনেমায় না থাকার।

এবার আরেক গুরুত্বপূর্ণ অভিনেতা সুনীল শেঠি এই ব্যাপারে নিজের মন্তব্য প্রকাশ করেন। অক্ষয় কুমার, পারেশ রওয়াল এবং সুনীল শেঠি নিজেরাই একসঙ্গে সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন। পারিশ্রমিক নিয়ে কথা হয়েছে, কন্ট্রাক্টে সই নেওয়াও হয়েছিল। তবে পারেশ যে সিনেমা ছাড়বেন, সুনীল এই ব্যাপারে কিছুই জানতেন না। মেয়ে আথিয়ার প্রশ্নে হঠাৎ পারেশ রওয়ালের সিদ্ধান্তটি শুনতে পান, এবং তিনি স্তব্ধ হয়ে গেছেন। সুনীলের মতে পারেশ তথা তার অভিনীত চরিত্র বাবু রাও-কে ছাড়া হেরা ফেরি ফ্রাঞ্চাইজি অসম্পূর্ণ।

হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমাকে বা অক্ষয়কে ছাড়াও হেরা ফেরি ৩ সম্ভব। ১ শতাংশ হলেও সম্ভাবনা আছে সিনেমা চলার। তবে পরেশকে ছাড়া একেবারেই সম্ভব না। ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি।’ প্রসঙ্গত কয়েকবছর আগে শোনা গিয়েছিল সুনীল-পারেশ আগ্রহী থাকলেও অক্ষয় হেরা ফেরির পরবর্তী কিস্তিতে ফিরতেন না। তার বদলে বর্তমান সময়ের অভিনেতা কার্তিক আরিয়ানকে নেওয়া হতো। তবে পরবর্তীতে অক্ষয় রাজি হন।

এদিকে পরেশের সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়ে অক্ষয় নিলেন আরও বড় সিদ্ধান্ত। দীর্ঘ অনেক বছর পর যখন ফ্র্যাঞ্চাইজিটির নতুন ছবি আসার ঘোষণা এল ভীষণ খুশি হয়েছিলেন সিনেপ্রেমীরা। পর্দায় অপেক্ষায় ছিলেন অক্ষয়, পরেশ এবং সুনীলের জুটি দেখার। কিন্তু অপ্রত্যাশিতভাবে ‘হেরা ফেরি ৩’ এর কাজ শুরু হওয়াও কিছুদিনের মধ্যেই এমন সিদ্ধান্ত নেন পারেশ রাওয়াল। বিষয়টিকে অপেশাদার দাবি করে এবার তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সিনেমাটির প্রযোজক ও অভিনেতা অক্ষয় কুমার।
গত ১৬ মে ‘বলিউড হাঙ্গামা’ জানায়, পরিচালকের সঙ্গে ক্রিয়েটিভ ডিফারেন্স থাকার কারণে ছবি থেকে সরে দাঁড়িয়েছেন পারেশ রাওয়াল। যদিও পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পারেশ জানান, সৃজনশীল মতবিরোধের জন্য তিনি ছবি থেকে সরে দাঁড়াননি। পরিচালকের প্রতি অগাধ, ভালোবাসা শ্রদ্ধা জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
কান উৎসবে অবশেষে দেখা দিলেন ঐশ্বরিয়া May 22, 2025
পাকিস্তানি সিরিয়াল চালানো চ্যানেলে কাজ করবেন না আলভী May 22, 2025
img
ঘুমানোর আগে যে ৮ আমল করবেন May 22, 2025
img
যেভাবে আলু খেলে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস May 22, 2025
img
বৃহস্পতিবার রাজধানীর যেসব জায়গায় আন্দোলন May 22, 2025
img
আইপিএলে বিরতি নিয়ে অন্য খেলায় মজেছেন বিরাট-অনুষ্কা May 22, 2025
img
টাঙ্গাইলে শেখ হাসিনার নামে মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার May 22, 2025
ডিজিটাল দুনিয়া থেকে বিরতি চান ব্রিটিশ তরুণ প্রজন্ম May 22, 2025
img
আত্রাই নদীর বাঁধ ভাঙায় বাংলাদেশকে দোষারোপ করে যা বললেন মমতা ব্যানার্জী May 22, 2025
img
দ্রাবিড়কে ‘সাধনা’র গল্প শোনাল বৈভব May 22, 2025
img
পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম May 22, 2025
img
নাহিদ ইসলামের প্রশংসা করলেন ইশরাক হোসেন May 22, 2025
img
আরও এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করল ভারত May 22, 2025
img
মুন্সীগঞ্জে লঞ্চে দুই তরুণীকে মারধোর : সেই যুবকের জামিন নামঞ্জুর May 22, 2025
কেন আন্দোলনে পল্লী বিদ্যুতের কর্মচারীরা? May 22, 2025
ঈদে মেয়ের জন্য একরকম বাজেট ছেলের জন্য আরেক রকম May 22, 2025
img
'বিচার বিভাগের প্রধান জায়গাগুলো বিএনপি'র দখলে থাকায় জুলাই গণহত্যার বিচার অনিশ্চিত' May 22, 2025
img
সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী কখনও যুক্ত হবে না: সেনাপ্রধান May 22, 2025
img
ছাত্রদলের ১৪ নেতার সাংগঠনিক পদ স্থগিত May 22, 2025
img
আমিরাতের কাছে লজ্জার সিরিজ হার বাংলাদেশের May 22, 2025