ময়মনসিংহের ফুলপুরে পিকআপের ধাক্কায় আনন্দমোহন কলেজের বাস খাদে পড়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের ফুলপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফুলপুর থেকে শিক্ষার্থীদের নিয়ে ময়মনসিংহ কলেজে যাওয়ার পথে আজ বুধবার (২১ মে) সকালে ময়মনসিংহ-শেরপুর রোডের ইমাদপুর কাড়হা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় বিপরীতগামী মালবাহী পিকআপের ধাক্কায় বাসটি পাশের খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসে ৩০-৪০ জন শিক্ষার্থী ছিল। আহতরা হলেন, জয় ভদ্র, শিমুল, তামান্না, সোহেলসহ ১০ জন।
শিক্ষার্থীরা জানান, হঠাৎ বাস খাদে পড়লে সবাই আতঙ্কিত হয়ে যায়।
এ সময় তড়িঘড়ি করে বাস থেকে নামতে গিয়ে তারা আহত হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাদি বলেন, দুর্ঘটনায় কবলিত কলেজ বাসটি উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীরা সবাই নিরাপদ রয়েছে।
তিনি বলেন, ঘাতক পিকআপটিকে থানায় জব্দ করা হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এফপি/টিএ