বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন রহস্যময় স্পিনার আলিস-আল-ইসলাম। পরে জানা যায়, হাঁটুর সেই চোটের জন্য তার অস্ত্রোপচার করাতে হবে। প্রায় মাস দুয়েক পর আজ (বুধবার) অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে আলিসের।
প্রথমে বলা হয়েছিল, আলিসের অস্ত্রোপচার হবে ব্যাংককের ফিফা স্পোর্টস মেডিসিন সেন্টারে। অস্ত্রোপচারের পর কমপক্ষে ৮ থেকে ১০ মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। এমনকি সেটা বছর খানেকও লেগে যেতে পারে। পরে জানা যায়, ব্যাংকক ছাড়াও ভারতে অপারেশনের জন্য যোগাযোগ করেছে বিসিবি। শেষ পর্যন্ত সেটিও হয়নি, আলিসের অস্ত্রোপচার হয়েছে মালেয়েশিয়ার কুয়ালালামপুরে।
এর আগে চলতি সপ্তাহের সোমবার ঢাকা ত্যাগ করেন আলিস। মালয়েশিয়ায় পৌঁছে তিনি গতকাল শরণাপন্ন হন চিকিৎসকের। এরপর আজ সকালে অপারেশন করিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ।
পুরো প্রক্রিয়ায় আলিসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর চৌধুরি। কিছুদিন গেলেই বোঝা যাবে আলিসের পায়ের বিস্তারিত অবস্থা। ফলে তাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, সর্বশেষ বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলা এই স্পিনার ১৩ ম্যাচে শিকার করেন ১৫ উইকেট। মাঝে অবশ্য সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অবশ্য কয়েকদিনের মাঝেই আলিস আবার অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাস করেছেন।
এসএন