নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর সোলেমান আলী ওরফে বাবু (৭০) ও ছেলের বউ শাবানা আক্তারের (৩৫) মৃত্যু হয়েছে।
এছাড়াও বিদ্যুৎস্পৃষ্ট হওয়া শাশুড়ি ওয়াতোন বেগমকে (৫০) আশংকাজনক অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে আজ বুধবার ২১ এপ্রিল দুপুর ২টার দিকে।
স্থানীয়রা জানান, নিজ বাড়ির নির্মাণকাজ করার সময় ঘরের মধ্যে থাকা একটি পুরনো বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে শ্বশুর সোলেমানের শরীরে। সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করলে তাকে বাঁচাতে ছুঁটে যায় পুত্রবধু ও শাশুড়ি। এসময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলে সোলেমান ও ছেলে ওয়াজেদ আলীর স্ত্রী শাবানা মারা যায়। গুরুতর আহত অবস্থায় শাশুড়ি ওয়াতোন বেগমকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরএম/এসএন