আইপিএলের প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের বিকল্প নেই দিল্লি ক্যাপিটালসের। এমন বাঁচা-মরার ম্যাচেই খেলতে পারছেন না অধিনায়ক অক্ষর প্যাটেল। দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। একাদশে আছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
মুম্বাইয়ের বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছে দিল্লি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
আইপিএলের পয়েন্ট টেবিলের ৬ থেকে ১০–এ থাকা দলগুলো বাদ পড়ে গিয়েছে ইতোমধ্যে। আর ১ম থেকে ৩য় স্থানে থাকা দলগুলো নিশ্চিত করেছে প্লে-অফ। আইপিএলের লিগ পর্বে বাকি ৮ ম্যাচ। তবে তিন ম্যাচ ছাড়া বাকি সব এখন কেবল আনুষ্ঠানিকতা কিংবা মান রক্ষার বিষয়।
যে তিন ম্যাচ গড়ে দিতে পারে প্লে-অফ আর বাদ পড়ার পার্থক্য। তার একটি ম্যাচ আজ। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে যদি মুম্বাই জিতে যায়, তবে শেষ হবে সব অপেক্ষা। কারণ তারাই চলে যাবে প্লে-অফে। বাদ যাবে মুস্তাফিজদের দিল্লি। কিন্তু দিল্লির দিকেই যে বাংলাদেশ ক্রিকেটের সব নজর। এবারের আইপিএলে একেবারে শেষে এসে দল পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে এরই মধ্যে খেলে ফেলেছেন একটি ম্যাচও। বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা স্বভাবতই মুস্তাফিজকে দেখতে চাইবেন বিজয়ের হাসিতে। কিন্তু, কাজটা খুব একটা সহজ হচ্ছে না তাদের জন্য।
মুম্বাইকে তাদেরই ঘরের মাঠে হারানো বেশ কষ্টকর। তবে এরচে বড় জটিলতা বৃষ্টি। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মুম্বাইয়ে। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে খেলা শুরু হয়ে গেছে।
দিল্লি ক্যাপিটালস প্রথম একাদশ: ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), অভিষেক পোরেল (উইকেটরক্ষক), সামির রিজভী, আশুতোষ শর্মা, ট্রিস্টান স্টাবস, দুষমান্থ চামিরা, বিপ্রজ নিগম, মাধব তিওয়ারি, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান ও মুকেশ কুমার
বেঞ্চ: কেএল রাহুল, করুণ নায়ার, সেদিকুল্লাহ অটল, ত্রিপুরানা বিজয়, মানবন্ত কুমার
মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম একাদশ: রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নামান ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট ও জাসপ্রিত বুমরাহ
বেঞ্চ: অশ্বনী কুমার, করবিন বশ, কর্ণ শর্মা, রাজ বাওয়া, সত্যনারায়ণ রাজু।
আরএম/এসএন