২৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে পরেশকে আইনি নোটিশ

প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি’ ২০০০ সালে বক্স অফিসে তুমুল সাফল্য পাওয়ার পর দ্বিতীয় কিস্তি আসে ২০০৬ সালে আসে— ‘ফির হেরা ফেরি’। সেই ধারাবাহিকতায় প্রায় ১৯ বছর পর নির্মাণ হতে চলেছে তৃতীয় কিস্তি। তবে নির্মাতাদের তরফে এখন পর্যন্ত সিনেমা, গল্প কিংবা কাস্টিং নিয়ে কোনো ঘোষণা আসেনি। এর মধ্যেই জানালেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল— বাবু ভাইয়া আর তৃতীয় কিস্তিতে নেই।

এ নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছে ‘হেরা ফেরি থ্রি’-এর কলাকুশলীর তালিকার বিস্তর আলোচনা। এর আগের প্রতিটি সিনেমায় অভিনেতা পরেশ রাওয়ালের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। কিন্তু এর মধ্যেই অভিনেতা জানিয়ে দিয়েছেন তিনি এর তৃতীয় কিস্তিতে থাকছেন না। তবে এসবের মাঝেই হঠাৎ প্রকাশ্যে নতুন খবর—পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ।

বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার তার প্রযোজনা সংস্থা কেপ অব গুড ফিল্মসের মাধ্যমে পরেশ রাওয়ালকে নাকি একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। যেখানে অপেশাদারত্ব এবং সিনেমার শুটিং মাঝপথে বন্ধ করে দেওয়ার জন্য পরেশ রাওয়ালের কাছে ২৫ কোটি টাকা দাবি করা হয়েছে।

সম্প্রতি একটি গণমাধ্যমকে পরেশ জানিয়েছেন, তিনি তথাকথিত কমেডি সিনেমায় আর অভিনয় করছেন না। তিনি কমেডি ছেড়ে দিচ্ছেন। যদিও কী কারণে এমন সিদ্ধান্ত তা স্পষ্ট করেননি অভিনেতা।

এদিকে অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল চলতি বছরের এপ্রিলে প্রিয়দর্শনের এ সিনেমার শুটিং শুরু করেছিলেন। অভিনয়ের পাশাপাশি অক্ষয় ‘হেরা ফেরি থ্রি’-এর প্রযোজকও বটে। তিনি ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে আইনত সিনেমার রাইটসও কিনেছেন বলে জানা গেছে।

তবে ‘হেরা ফেরি থ্রি’তে পরেশ যে আর থাকবেন না, এ কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি, যা শুনে রীতিমতো মন খারাপ হয়ে গিয়েছিল অভিনেতার ভক্ত-অনুরাগীদেরও। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেন, সৃজনশীলতা বা অর্থনৈতিক কারণে এত বড় সিদ্ধান্ত নেননি তিনি।

সূত্রের খবর, সিনেমার জন্য তাকে স্বাভাবিক পারিশ্রমিকের চেয়েও তিনগুণ বেশি টাকা দেওয়া হচ্ছে। তবু সিনেমাটি করতে চাইছেন না অভিনেতা।

এদিকে আইনি পরামর্শদাতাদের একটি সূত্রের মতে, পরেশ পেশাগত সততা লঙ্ঘন করেছেন। যদি তিনি সিনেমাটি করতে রাজি না হন, তা হলে আইনি চুক্তিতে সই করার এবং শুটিংয়ে এত টাকা খরচ করার আগে তার বলা উচিত ছিল। তিনি বলেন, সময় এসেছে বলিউড অভিনেতাদেরও বুঝতে হবে যে, হলিউডের মতো এখানেও নির্মাতারা তাদের ইচ্ছামতো কাউকে সিনেমায় আসতে এবং যেতে দেবেন না।

অক্ষয় তার ক্যারিয়ারে এই প্রথম ইন্ডাস্ট্রির কোনো সহশিল্পীর বিরুদ্ধে অপেশাদার মনোভাবের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন। অন্যদিকে পরেশের ক্ষেত্রে যদিও বিষয়টি নতুন নয়। ২০২৩ সালে তিনি ‘ওহ মাই গড ২’ করতেও রাজি ছিলেন না। চিত্রনাট্য পছন্দ হয়নি বলে তিনি দাবি করেছিলেন।

উল্লেখ্য, ‘হেরা ফেরি’ সিনেমায় রাজু, ঘনশ্যাম, আর বাবু ভাইয়া। পর্দায় একসঙ্গে এলে দর্শকের হাসি থামতেই চায় না। সেই আনন্দের পরশেই কেটেছে একাধিক প্রজন্মের ছোটবেলা ও কৈশোর। তাই ‘হেরা ফেরি ৩’-এর ঘোষণা ছিল যেন পুরোনো বন্ধুদের সঙ্গে ফের একবার দেখা হওয়ার প্রতিশ্রুতি। কিন্তু এবার ঠিক তার মধ্যেই ছেদ টানলেন ‘বাবু ভাইয়া’। তিনি এবারের ফ্র্যাঞ্চাইজিতে আর থাকছেন না।

একটি সূত্র জানায়, নির্মাতাদের সঙ্গে মতের অমিলের কারণেই এই ফ্র্যাঞ্চাইজিতে অভিনেতা পরেশ রাওয়াল আর থাকছেন না। কী সেই মতভেদ, তা জানা না গেলেও ভক্তদের জন্য এ খবর একরকম হৃদয়ভাঙা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী কখনও যুক্ত হবে না: সেনাপ্রধান May 22, 2025
img
ছাত্রদলের ১৪ নেতার সাংগঠনিক পদ স্থগিত May 22, 2025
img
আমিরাতের কাছে লজ্জার সিরিজ হার বাংলাদেশের May 22, 2025
img
দাবি না মানা পর্যন্ত এখানে অবস্থান করবো: ইশরাক May 22, 2025
বিশ্বের সবচেয়ে বড় অভিশপ্ত বই শয়তানের বাইবেল May 22, 2025
চীন আবারও প্রযুক্তির দুনিয়ায় চমক দেখিয়েছে May 22, 2025
ট্রান্সজেন্ডারদের কেউ ওউন করে? May 22, 2025
img
শাহবাগ-দোয়েল চত্বরের সড়ক বন্ধ থাকছে দুদিন May 22, 2025
img
সোফির সঙ্গে সংসার পাতার জন্য ৬৯ কোটির অ্যাপার্টমেন্ট কিনলেন ধাওয়ান May 22, 2025
ড্রাইভিং লাইসেন্স পেতে খুলতে হচ্ছে হিজাব : ভারতীয় কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ May 22, 2025
img
মুস্তাফিজদের দিল্লিকে বিদায় করে প্লে-অফে মুম্বাই May 22, 2025
img
অটোচালককে মারধরের পর থুতু চাটালেন সাবেক ছাত্রদল নেতা May 22, 2025
ইরানে গোয়েন্দা জালে চরম বিপদে নেতানিয়াহু সরকার May 22, 2025
img
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটে বন্যার আশঙ্কা May 22, 2025
ইশরাকের ইস্যুতে কি সরকারবিরোধী আন্দোলনের পথে হাঁটছে বিএনপি May 22, 2025
পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে যা জানালেন স্বাস্থ্য উপদেষ্টার পিও May 22, 2025
আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে: ইশরাক May 22, 2025
বারবার অনুরোধেও সেই গোরখোদককে ঘোড়া উপহার দিতে পারলেন না বাসার May 22, 2025
img
ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান May 22, 2025
img
বিয়ের আগে ডেটিং করার সময় গর্ভবতী হয়ে পড়েন অমলা পাল May 21, 2025