ভারতীয় নাগরিক হলে অবশ্যই ফেরত নিতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা

ভারত থেকে পুশ-ইন বন্ধে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লিকে ঢাকা জানিয়েছে, এভাবে পুশ-ইন করাটা ঠিক না। পাশাপাশি ভারত বাংলাদেশ সরকারকে দেশটিতে অবস্থানকারীদের একটি তালিকা দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই তালিকা যাচাই করছে।

বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত থেকে পুশ-ইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পুশ-ইন বন্ধে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। এরপরও এটি থেমে নেই। সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে কিনা, এমন প্রশ্ন রাখা হয় পররাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, দিল্লির সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে যেন কিছু না ঘটে।

দিল্লি এ বিষয়ে রেসপন্স করেছে কিনা, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে। আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করেছি। এভাবে দেওয়াটা যে ঠিক না এটা আমরা তাদের বুঝিয়েছি এবং আমরা তাদের বলেছি আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) আছে, সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা যাব। তারা কিছু তালিকা দিয়েছে, আমরা সেই তালিকা স্বরাষ্ট্রের মাধ্যমে চেক আপ করছি।
ভারতীয় নাগরিক ও যারা রোহিঙ্গা তাদের পুশব্যাক করা হবে না কী, এখানে রাখছি, এমন প্রশ্ন তিনি বলেন, এ ব্যাপারে আমার কাছে সুস্পষ্ট ব্যাখ্যা এখনো নেই। আমরা সাধারণত পুশ ব্যাক করি না। তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হবে তাদের অবশ্যই ফেরত নিতে হবে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে বিগত সময়ে হওয়া চুক্তি যেগুলোতে বাংলাদেশ লাভবান হয়নি সেগুলো বাতিলের কথা ওঠে। কিন্তু এখন পর্যন্ত সরকার কোনো চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কিনা বা পর্যালোচনা করেছে কিনা, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, দেখুন, ছোট ছোট বিভিন্ন চুক্তি বিভিন্ন সময়ে হয়েছে, এমওইউ হয়েছে। সেগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে গত কয়েক বছরে আপনাদের জানানো হয়েছে। তার মধ্যে যদি চুক্তি যেগুলো থাকে সেগুলো কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ বাতিল করা যাবে।

তিনি বলেন, এই মুহূর্তে আমরা ঠিক কোনটি বাতিল করিনি। আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সব কিছু এগোয়। দেখা যাক, আমরা কি করতে পারি।

পাল্টা প্রশ্নে ভারত নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, দেখুন, নিয়মকে এক্সটেন করা যায় বিভিন্নভাবে। এখন আপনি এটাকে ইতিবাচকভাবে ব্যাখ্যা করতে পারেন, কখনো কখনো নেতিবাচকভাবেও ব্যাখ্যা করতে পারেন। সব মিলিয়ে আমাদের সেভাবে এগোতে হচ্ছে। কেউ তো স্বীকার করে না সে নিয়মের বাইরে যাচ্ছে।

ভারতের সঙ্গে শ’খানেকের বেশি চুক্তি আছে। এরমধ্যে কতগুলো পর্যালোচনা করেছি জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনোটাই এখনো বাতিল করার ব্যবস্থা করিনি। পর্যালোচনা বলতে আপনারা কী বোঝান? সব চুক্তিরই আমরা আমাদের অবস্থান যাচাই-বাছাই করার চেষ্টা করেছি। সময়মতো সেগুলো ভারতের সঙ্গে টেকআপ করা হবে।

সম্প্রতি ভারত সরকার স্থলপথে বাংলাদেশি পণ্যে আমদানি নিষিদ্ধ করেছে। বাংলাদেশ এ বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছে কিনা এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি দিল্লিতে পাঠানোর কথা। এ বিষয়ে উপদেষ্টা বলেন, বাণিজ্য উপদেষ্টা বিষয়টা দেখছেন এবং আমরা এটা টেকআপ করছি। চিঠি যাচ্ছে দিল্লিতে।

বুধবার (২১ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে অস্ট্রেলিয়ার ৪১ এমপি-সিনেটর বাংলাদেশে দ্রুত নির্বাচন চেয়েছেন। চিঠির কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এটি সঠিক কিনা, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আমার নজরে এখনো আসেনি। স্যোশাল মিডিয়াতে সবার আগে আসে। আসুক, সেটা আমরা দেখব পরে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ৪১ এমপি-সিনেটর স্বাক্ষর করা চিঠির সত্যতা জানতে দুই সিনেটরকে দুপুরে ই-মেইল করেছে ঢাকা পোস্ট। তবে এখনো মেইলের উত্তর পাওয়া যায়নি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আরও এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করল ভারত May 22, 2025
img
মুন্সীগঞ্জে লঞ্চে দুই তরুণীকে মারধোর : সেই যুবকের জামিন নামঞ্জুর May 22, 2025
কেন আন্দোলনে পল্লী বিদ্যুতের কর্মচারীরা? May 22, 2025
ঈদে মেয়ের জন্য একরকম বাজেট ছেলের জন্য আরেক রকম May 22, 2025
img
'বিচার বিভাগের প্রধান জায়গাগুলো বিএনপি'র দখলে থাকায় জুলাই গণহত্যার বিচার অনিশ্চিত' May 22, 2025
img
সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী কখনও যুক্ত হবে না: সেনাপ্রধান May 22, 2025
img
ছাত্রদলের ১৪ নেতার সাংগঠনিক পদ স্থগিত May 22, 2025
img
আমিরাতের কাছে লজ্জার সিরিজ হার বাংলাদেশের May 22, 2025
img
দাবি না মানা পর্যন্ত এখানে অবস্থান করবো: ইশরাক May 22, 2025
বিশ্বের সবচেয়ে বড় অভিশপ্ত বই শয়তানের বাইবেল May 22, 2025
চীন আবারও প্রযুক্তির দুনিয়ায় চমক দেখিয়েছে May 22, 2025
ট্রান্সজেন্ডারদের কেউ ওউন করে? May 22, 2025
img
শাহবাগ-দোয়েল চত্বরের সড়ক বন্ধ থাকছে দুদিন May 22, 2025
img
সোফির সঙ্গে সংসার পাতার জন্য ৬৯ কোটির অ্যাপার্টমেন্ট কিনলেন ধাওয়ান May 22, 2025
ড্রাইভিং লাইসেন্স পেতে খুলতে হচ্ছে হিজাব : ভারতীয় কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ May 22, 2025
img
মুস্তাফিজদের দিল্লিকে বিদায় করে প্লে-অফে মুম্বাই May 22, 2025
img
অটোচালককে মারধরের পর থুতু চাটালেন সাবেক ছাত্রদল নেতা May 22, 2025
ইরানে গোয়েন্দা জালে চরম বিপদে নেতানিয়াহু সরকার May 22, 2025
img
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটে বন্যার আশঙ্কা May 22, 2025
ইশরাকের ইস্যুতে কি সরকারবিরোধী আন্দোলনের পথে হাঁটছে বিএনপি May 22, 2025