সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার। ধারণা করা হচ্ছিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তাকে দেখা যেতে পারে। কিন্তু এই ম্যাচেও তাকে দলে না রাখার ব্যাখ্যা দিয়েছে বিসিবি। মূলত আগে থেকেই পিঠের চোটে ভুগছেন সৌম্য। যা থেকে তিনি খুব ধীরগতিতে সেরে উঠছেন বলে জানা গেছে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ (বুধবার) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আরব আমিরাতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস হেরে লিটন দাসের দল আগে ব্যাট করছে। এই ম্যাচের একাদশ ঘোষণার পর সৌম্য’র একাদশে না থাকা ও তার শারিরীক অবস্থা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে বিসিবি।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, ‘সৌম্য সরকারকে পিঠের চোটের সঙ্গে লড়তে হচ্ছে। গত সাতদিন ধরে তার এই ব্যথা ডানপাশে সরে এসেছে। যদিও চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়া আগে থেকেই চলছে, তবে তাতে খুব ধীরগতির উন্নতি হচ্ছে। গত সপ্তাহের পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের পর তৃতীয় ম্যাচ থেকেও ছিটকে যায় সৌম্য। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার ফিরতে আরও সময় লাগবে।’
বিপিএলের সর্বশেষ আসরেও পিঠের চোটের কারণে ভুগেছেন সৌম্য। যে কারণে তাকে বেশিরভাগ ম্যাচেই পায়নি রংপুর রাইডার্স। আসরের শেষদিকে তিনি দলে যুক্ত হয়েছিলেন, এরপর খেলেছেন ঘরোয়া প্রতিযোগিতা ডিপিএলেও। তবে চলতি বছর জাতীয় দলের হয়ে কেবল একটি ম্যাচে খেলতে পেরেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচে ভারতের বিপক্ষে একাদশে ফিরলেও রানের খাতা খুলতে পারেননি সৌম্য।
আরএম/এসএন