ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে চিকেন এলাকায় অনুপ্রবেশ রুখতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিস সুপারকে বার্তা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের সফরে উত্তরবঙ্গ গিয়ে মমতা বলেন, সীমান্তবর্তী জেলাগুলো খুবই স্পর্শকাতর। সীমান্ত এলাকায় সজাগ থাকতে হবে। বাইরে থেকে কেউ এসে যেন আশ্রয় না নিতে পারে।
বুধবার (২১ মে) সফরের শেষদিনে শিলিগুড়ির প্রশাসনিক ভবন উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠকে এই কথা বলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিস সুপার-সহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা।
বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন 'আমি শুনেছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে, কেউবা অন্য জায়গা থেকে বিভিন্ন এলাকায় ঢুকছে। আমাদের দলের সমর্থকের কাছ থেকে, সরকারি কর্মকর্তাদের থেকেও বিভিন্ন তথ্য নিয়ে চলে যাচ্ছে। আমি পুলিশকে বলবো সাবধান হোন। বাইরে থেকে কেউ যাতে আশ্রয় নিতে না পারে, তেমনি মিথ্যা কথা বলে যারা মানুষের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করছে, সে বিষয়েও সতর্ক থাকবেন।
উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক পদে থাকা সবাইকে সর্তক করে মমতা বলেন, আপনারা নিজের এলাকাকে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি না হয়। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারের সাথে চার-পাঁচটা দেশের সীমান্ত রয়েছে। তাই আপনাদের এলাকাগুলো বেশি স্পর্শকাতর। ফলে আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে।
এদিন ভুয়ো, মিথ্যা ও প্ররোচনামূলক খবর খবর ছড়ানোর বিরুদ্ধেও প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমের একাংশ ভুয়া ও মিথ্যা খবর ছড়াচ্ছে, উত্তেজনা ছড়াচ্ছে। রাজস্থানের ছবি নিয়ে বাংলা বলে চালিয়ে দেয়া হচ্ছে, আবার বাংলাদেশের ছবি দিয়ে বাংলা বলে চালিয়ে দেয়া হচ্ছে। এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।
এফপি/টিএ