রাজবাড়ীর পাংশায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। বুধবার (২১ মে) পাংশা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাজবাড়ীর পাংশা উপজেলায় ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই জুয়েলার্স ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া পাগলের মোড় বটতলা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া অঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের মৃত হাবু শেখের ছেলে কোরবান শেখ (৫৫) এবং একই উপজেলার জানিপুর গ্রামের মৃত ফনিভূষণ রায়ের ছেলে অশোক কুমার রায় (৬৫)। কোরবান শেখ খোকসা কমলাপুর পুরাতন বাজারের ‘মাতৃ জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী এবং অশোক রায় মোড়াগাছা এলাকার ‘কৃষ্ণা জুয়েলার্স’-এর মালিক ছিলেন।
অন্যদিকে রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেলের ধাক্কায় লোকমান হোসেন (৪৮) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাবাসপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লোকমান হোসেন হাবাসপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের মৃত বাবর আলী প্রামাণিকের পুত্র।
এ বিষয়ে পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হবে।’
আরএম/এসএন