ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নির্বাচন বিষয়ে তাঁর অবস্থান আগের মতোই রয়েছে। তিনি মনে করেন, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত। আজ বুধবার ঢাকা সেনানিবাসে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’-এ তিনি এসব কথা বলেছেন। অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না, যা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হবে। এই অনুষ্ঠানে ঢাকায় কর্মরত সেনা কর্মকর্তারা সশরীরে অংশ নেন। ঢাকার বাইরে থাকা সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।

বিভিন্ন সূত্র জানায়, সেনাপ্রধান জাতীয় স্থিতিশীলতায় সশস্ত্র বাহিনীর নিরলস সেবা ও প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন। তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও তা করে যাবে। তিনি বলেন, সামনে কোরবানির ঈদ। মানুষ যেন নিরাপদে ঈদ উদ্যাপন করতে পারে, সে ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে।

জেনারেল ওয়াকার সকল পর্যায়ের সেনাসদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে বলেন, রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। তা না হলে আঞ্চলিক ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে জাতীয় প্রতিরক্ষা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। অভ্যন্তরীণ নিরাপত্তায় সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদি মোতায়েন জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতিকে দুর্বল করে দিতে পারে।

সেনাপ্রধান বলেন, গত ৫ আগস্ট থেকে সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল বাহিনীকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এ অবস্থায় দেশীয় ও বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে সংকট ঘনীভূত করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

সেনাপ্রধান অনুষ্ঠানে কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। আলোচনায় থাকা ‘মানবিক করিডর’ নিয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে। যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। এর সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি যুক্ত করা উচিত। আর যা–ই করা হোক, পলিটিক্যাল কনসেনসাসের (রাজনৈতিক মতৈক্য) মাধ্যমে সেটা হতে হবে।

চট্টগ্রাম বন্দর নিয়ে এক প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার–উজ–জামান বলেন, তিনি মনে করেন এসব ক্ষেত্রে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত নিতে হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমেই কেবল এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত।

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘কী সংস্কার হচ্ছে, কীভাবে হচ্ছে, এ বিষয়ে আমার কিছু জানা নেই। এ নিয়ে আমার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা হয়নি।’ গত বছরের জুলাই-আগস্টের হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়েও আমাদের সঙ্গে কথা বলা হয়নি।’

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ইমরানের কাছে পুনম পাণ্ডের ‘চুমু’ চাওয়া May 22, 2025
img
কুষ্টিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী পুলিশের হাতে আটক May 22, 2025
জামায়াতের পর বিএনপির সঙ্গেও দ্বন্দ্বে জড়ালো এনসিপি May 22, 2025
গো'র'খোদক মনু মিয়াকে হজের ব্যাবস্থা করে দিবে ‘শামসুল হক ফাউন্ডেশন’ May 22, 2025
img
চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের May 22, 2025
img
১ জুলাই থেকে কার্যকর মহার্ঘ ভাতা, কোন গ্রেডে কত বৃদ্ধি পাচ্ছে? May 22, 2025
img
পঞ্চগড়ে বিএসএফের পুশইন, ২১ জন আটক May 22, 2025
img
বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ May 22, 2025
দেশের ভবিষ্যৎ নির্ধারণে দরকার নির্বাচিত সরকার: সেনাপ্রধানের বার্তা May 22, 2025
img
প্রতিদিনই যুদ্ধাপরাধ করছে ইসরায়েল : এহুদ ওলমার্ট May 22, 2025
img
ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে : আইনজীবীরা May 22, 2025
img
রাজা রামমোহন রায়ের ২৫৩ তম জন্মবার্ষিকী আজ May 22, 2025
img
শাহবাগ মোড়ে সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের অবস্থান May 22, 2025
img
সারজিসের প্রশ্ন : ‘এখন আইন উপদেষ্টার পদত্যাগ চাওয়া উচিত নয়?’ May 22, 2025
img
রাজপথে ইশরাকের স্লোগান, কাঁপছে নগরভবন May 22, 2025
img
ফেনী সীমান্তে ৬ পরিবারের ২৭ জনকে পুশইন করল বিএসএফ May 22, 2025
img
উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম জিজ্ঞাসাবাদের মুখে May 22, 2025
img
সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি May 22, 2025
img
ফাইনালে থামলেন ক্যাসেমিরো, রেকর্ড এখন রোমেরোর May 22, 2025
img
পাঁচ মাসে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৮৯ জন আটক May 22, 2025