ভারতীয় ক্রিকেটে উদিত হয়েছে এক নতুন তারা—বৈভব সূর্যবংশী। আইপিএলে দুরন্ত সেঞ্চুরি করে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাজস্থানের এই তরুণ কিশোর। তার খেলার পর অনেকেই তাকে ফোন করে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন, তবে বৈভব সে সুযোগ দেননি। কারণ প্রচারের আলো থেকে নিজেকে সাময়িক দূরে রাখতে চেয়েছিলেন তিনি।
রাজস্থানের আইপিএল মরশুম শেষ হওয়ার পর কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় নিজের এই অভিজ্ঞতার কথা শোনায় বৈভব। সে জানায়, সেঞ্চুরির পর তার ফোনে অসংখ্য মিসড কল জমা পড়ে। কিন্তু সে ইচ্ছাকৃতভাবেই ফোন বন্ধ করে রেখেছিল, কারণ এত মানুষের সঙ্গে হঠাৎ যোগাযোগে সে স্বচ্ছন্দ নয়। বৈভব বলে, "পরিবার আর কিছু ঘনিষ্ঠ বন্ধু—এই হল আমার জগৎ। আমি চুপচাপ থাকতে পছন্দ করি।"
আইপিএলের এই মরশুমে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে নজর কাড়ে বৈভব। গুজরাটের বিরুদ্ধে একটি ঝড়ো ইনিংস তার জনপ্রিয়তা অনেক বাড়িয়ে দেয়। কিন্তু খেলার বাইরে সে বেশ সংযত ও সচেতন। প্রচারের মধ্যে থেকেও নিজেকে নিয়ন্ত্রণে রাখার পরিণত মনোভাব দেখিয়েছে সে।
যদিও রাজস্থান প্লে অফে জায়গা করে নিতে পারেনি, বৈভবের সামনে এখন জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ। ক্যাম্পের আগে দ্রাবিড় তাকে বিশেষ পরামর্শ দেন—নিজেকে আরও উন্নত করার, নতুন দক্ষতা শিখে পরের মরশুমে আরও ভালো খেলার। এই পরামর্শকে সম্মান জানিয়ে দ্রাবিড়কে প্রণাম করে বৈভব। সে জানায়, "এবার আমাকে আরও মনোযোগী হতে হবে। দলের প্রয়োজন বুঝে খেলতে হবে। পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে।"
এই পরিণত ভাবনা এবং প্রতিভা—দুয়ের মেলবন্ধনে বৈভব সূর্যবংশীকে ঘিরে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশার আলো দেখা যাচ্ছে।
এমআর/টিএ