চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচালিত বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে স্টুডেন্টস হেলথ কার্ড। বুধবার (২১ মে) কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রাথমিক পর্যায়ে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে হেলথ কার্ড বিতরণ শুরু হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো-পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, গুল এজার বেগম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, ইমারাতুন্নেসা কিন্ডারগার্টেন, পাঁচলাইশ কিন্ডারগার্টেন এবং কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন, শিশুদের স্বাস্থ্য রক্ষা শুধু পরিবারের নয়, সিটি কর্পোরেশন ও শিক্ষা প্রতিষ্ঠানেরও দায়িত্ব। হেলথ কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার তথ্য সংরক্ষণ করে শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করা সম্ভব। হেলথ কার্ডে শিক্ষার্থীর নাম, জন্মতারিখ, শ্রেণি, বিদ্যালয়ের নাম, অভিভাবকের নাম ও মোবাইল নমারসহ পরিচিতিমূলক তথ্য থাকবে। ৫ থেকে ১৭ বছর বয়স পর্যন্ত ১৪ বার স্বাস্থ্য পরীক্ষার রেকর্ড রাখা যাবে। ওজন, উচ্চতা, দাঁত, চোখ-কান, ত্বক, চুল, রক্তচাপ ও হিমোগ্লোবিনের তথ্য এতে যুক্ত থাকবে। কার্ডে টিকাদান সংক্রান্ত তথ্যও সংরক্ষণ করা হবে।
মেয়র বলেন, এই উদ্যোগ ধাপে ধাপে সব স্কুলে চালু করা হবে। পাশাপাশি, এটি দেশের অন্য সিটি কর্পোরেশনগুলোর জন্যও রোল মডেল হতে পারে।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহম্মদ।
এমআর/টিএ