রাজধানীর লালবাগের নবাবগঞ্জে মোসা. শারমিন (১৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ মে) রাতে সংবাদ পেয়ে ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে প্যান্টের বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করেন।
পরে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই রুবেল গাজী জানিয়েছেন এসব তথ্য।
তবে কি কারণে এমনটি করেছে, সে ব্যাপারে তৎক্ষণিক জানতে পারেননি তিনি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বরগুনা জেলার আমতলী উপজেলার পূর্ব চানাখালী গ্রামের মো. শান্তর স্ত্রী, সিদ্দিক গাজী ও ফাতেমা বেগম এর মেয়ে।
বর্তমানে লালবাগ নবাবগঞ্জ পার্কের পাশে ভাড়া বাসায় থাকতেন।
এসএম/টিএ