মানুষের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার : হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি সাম্প্রতিক আইনগুলো নাগরিকদের মৌলিক স্বাধীনতা হুমকির মুখে ফেলতে পারে বলে উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

গতকাল (২১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ১২ মে সন্ত্রাসবিরোধী আইনের কঠোর সংশোধনীর মাধ্যমে সরকার নতুন ক্ষমতা প্রয়োগ করে আওয়ামী লীগের ওপর "অস্থায়ী" নিষেধাজ্ঞা আরোপ করে।

এই নিষেধাজ্ঞায় দলটির পক্ষ হয়ে সভা করা, প্রকাশনা ছাপানো কিংবা অনলাইনে সমর্থন প্রকাশ করাও নিষিদ্ধ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

একইসঙ্গে গুম মোকাবেলায় করা খসড়া আইন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে না এবং আগে ঘটে যাওয়া অপরাধের জবাবদিহিতা নিশ্চিতে যথেষ্ট নয়।

এতে আরো বলা হয়, শেখ হাসিনার সরকার রাজনৈতিক বিরোধীদের দমন করতে আইনি ক্ষমতার অপব্যবহার করেছে। কিন্তু তার দল আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে একই পদ্ধতি ব্যবহার করাও সেই একই মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে।

হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেন, গুম সংক্রান্ত খসড়া আইনে হাসিনার শাসনামলে রাষ্ট্র কর্তৃক গুম হওয়া শত শত ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিতে খুব কমই কাজ করে। 

অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপ হতাশাজনক উল্লেখ করে এইচআরডাব্লিউ বলেছে, গত ১৫ বছরের শাসনামলে আওয়ামী লীগ নেতাদের বিচার হওয়ার আগ পর্যন্ত দলটির ওপর নিষেধাজ্ঞা থাকবে। বিচারের প্রক্রিয়াটি বছরের পর বছর স্থায়ী হতে পারে। এর মাধ্যমে কার্যত দলটিকে নিষিদ্ধ করে দেওয়া হলো। আওয়ামী লীগের যেকোনো ধরণের প্রকাশনা, মিডিয়া, অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম, যেকোনো ধরণের প্রচারণা, মিছিল, সভা, সমাবেশ, সম্মেলন ইত্যাদিসহ সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

এর মাধ্যমে দলটির সমর্থকদের বাকস্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে। দলটি বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই সক্রিয় ছিল এবং এর একটি বিস্তৃত সমর্থকগোষ্ঠী রয়েছে। স্থগিতাদেশ দেওয়ার পর নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে মামলা দায়ের এবং বিলুপ্ত করে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে।

নতুন বিধানে সংগঠনকে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যেখানে রাজনৈতিক দল, সহযোগী গোষ্ঠী কিংবা দলের প্রচার বা সমর্থন করে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা যায়। এটা বিচার প্রক্রিয়া এবং সংগঠনের স্বাধীনতার আন্তর্জাতিক মানের লঙ্ঘন করতে পারে।

হাসিনা সরকারের অধীনে সংগঠিত অপরাধে অভিযুক্তদের যথাযথ বিচার হওয়া উচিৎ উল্লেখ করে এইচআরডাব্লিউ আরো বলেছে, তবে রাজনৈতিক দলের সমর্থনে দেওয়া যেকোনো বক্তৃতা বা কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা আরোপ মানুষের মৌলিক স্বাধীনতার উপর অতিরিক্ত হস্তক্ষেপ। এই প্রক্রিয়া বিগত সরকারের রাজনৈতিক বিরোধীদের উপর দমনপীড়নেরই প্রতিফলন।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী্র May 22, 2025
img
দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন: ইশরাক May 22, 2025
img
হাসিনা-মুজিবের পুত্ররা তোমরা ঘুমাও, এখানে তোমাদের কোন কাম নাই: ইলিয়াস হোসেন May 22, 2025
img
ইংল্যান্ডকে নিয়ে স্টোকসের স্বপ্ন May 22, 2025
img
কোহলির টেস্ট থেকে বিদায়ে আবেগপ্রবণ আম্পায়ার ধর্মসেনা May 22, 2025
img
শেখ হাসিনার হলফনামায় গরমিল, ইসিকে ব্যবস্থা নিতে দুদকের চিঠি May 22, 2025
img
ঈদের ছুটির আগে ডাকসুর তফসিল ঘোষণার দাবি শিক্ষার্থীদের May 22, 2025
img
‘দেবী কালীর’ রূপ ধারণের ইচ্ছা প্রকাশ করলেন টুইঙ্কেল খান্না May 22, 2025
img
জটিলতা কাটিয়ে ফের ভারতে মাছ রপ্তানি শুরু May 22, 2025
img
ইনজুরিতে পাকিস্তান সিরিজে নেই সৌম্য, স্কোয়াডে মিরাজ May 22, 2025
img
সিঁথি জোড়া সিঁদুরে কান মাতালেন ঐশ্বরিয়া, উঠছে রেখার ছায়ার প্রশ্ন May 22, 2025
img
চলচ্চিত্রকে বিদায়, পরিবারকেই বেছে নিলেন আথিয়া শেট্টি May 22, 2025
img
আন্দোলন স্থগিত করেছেন ইশরাক May 22, 2025
img
৫ মাস পর চিলমারী-রৌমারীতে ফেরি চলাচল শুরু May 22, 2025
img
ভারত-পাক বিরোধে ট্রাম্পই ‘শান্তির দূত’? ফের করলেন দাবি, মোদীর ভূয়সী প্রশংসা May 22, 2025
img
অভ্যুত্থানে নেতৃত্বের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া স্বাভাবিক নয়: হাসনাত May 22, 2025
img
খাবারের কষ্ট খুব কাছ থেকে দেখেছি: ওমর সানী May 22, 2025
img
অডি নয়, অসহায়দের আশ্রয় চান শ্রীলেখা মিত্র May 22, 2025
img
ক্লাস সেভেনে গৃহশিক্ষকের প্রেমের প্রস্তাব পেয়েছিলেন কোয়েল May 22, 2025
img
পরিমনীর সাথে সিয়ামের সম্পর্কের নিশ্চিত তথ্য পাই ২০২২-এ: নিঝুম মজুমদার May 22, 2025