বার্সেলোনার কাছে সবার চেয়ে বেশি পারিশ্রমিক চান লামিন ইয়ামাল। স্প্যানিশ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবর, নতুন চুক্তি করতে ইয়ামালের দেওয়া শর্ত ক্লাব কর্তৃপক্ষকে এরইমধ্যে জানিয়ে দিয়েছেন তার এজেন্ট হোর্হে মেন্ডেস।
মাত্র ১৬ বছর বয়সে ইউরো জিতে ফুটবলে নিজের আগমনী বার্তা দেন স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। ক্লাব বার্সেলোনার চলতি মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ের অন্যতম কারিগরও এই উইঙ্গার। দিন দিন পারফরম্যান্সের ঊর্ধ্বমুখী গ্রাফের পাশাপাশি জনপ্রিয়তাও বাড়ছে সমানতালে। কেউ কেউ তো এখনই লামিনকে তুলনা করছেন বার্সা কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে। আগামী মৌসুমে তার গায়ে তুলে দেয়া হতে পারে লিও মেসির বার্সার আইকনিক ১০ নম্বর জার্সি।
লামিনের সঙ্গে আগামী মৌসুম শেষে চুক্তি শেষ হতে যাচ্ছে বার্সেলোনার। ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায় কাতালান ক্লাবটি। যা গুরুত্বের সঙ্গে দেখছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত হয়নি সেই চুক্তি। এবার জানা গেলো তার পেছনের কারণও।
স্প্যানিশ বেশ কিছু সংবাদ মাধ্যমের খবর, চুক্তি নবায়ন করতে বার্সেলোনাকে বেতন বাড়ানোর শর্ত দিয়েছেন ইয়ামালের এজেন্ট হোর্হে মেন্ডেস। নতুন চুক্তিতে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ পারিশ্রমিক চান ইয়ামাল। আর তা হলে ১৫ থেকে ১৬ গুণ বাড়তে পারে এই ফরোয়ার্ডের বেতন। বর্তমানে কাতালান ক্লাবটি থেকে বছরে ১ দশমিক ৬ মিলিয়ন ইউরো পান ইয়ামাল। অন্যদিকে এই মুহূর্তে বার্সার সর্বোচ্চ পারিশ্রমিক পান রবার্ট লেওয়ানডস্কি। এই পোলিশকে বাৎসরিক ২৬ মিলিয়ন ইউরো বেতন দেয় ব্লুগরানারা।
ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে ঘুরে দাঁড়াতে থাকা বার্সা ইয়ামালের এজেন্টের এমন শর্তে রাজি হবে কিনা তা এখন দেখার বিষয়। এর আগেও বেশ চড়া দামে বেশ কিছু ফুটবলারের সঙ্গে চুক্তি করে ভুগতে হয়েছিলো বার্সালোনাকে। ইয়ামালের সঙ্গে চুক্তি করতে হলে বার্সার বেতন কাঠামোতে বড়সড় পরিবর্তন করতে হবে তা বলার অপেক্ষা রাখে না। পে-কাট করতে হবে বেশ কজন ফুটবলারকে।
টিকে/টিএ